কাঁচা আমের টক ঝাল মিষ্টি আঁচার (Kancha aamer tok jhal mishti achar recipe in Bengali)

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#ম্যাঙ্গোম্যানিয়া

কাঁচা আমের টক ঝাল মিষ্টি আঁচার (Kancha aamer tok jhal mishti achar recipe in Bengali)

#ম্যাঙ্গোম্যানিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিরিশ মিনিট
আটজন
  1. 750 গ্রামকাঁচা আম খোসাসুদ্ধ ছোট ছোট পিস করে নিতে হবে।
  2. 500 গ্রামগুড়
  3. স্বাদমতোনুন
  4. 6টিগোটা শুকনো লঙ্কা
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 2 চা চামচপাঁচফোড়ন
  7. 1চা চামচ গোটা ধনে
  8. 1চা চামচ গোটা মৌরি
  9. 1 চা চামচগোটা জিরে
  10. 2 টেবিল চামচচামচ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

তিরিশ মিনিট
  1. 1

    সব উপাদান গুলি একসাথে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    আমের পিস গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। একটি শুকিয়ে নিয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে।

  3. 3

    1 চা চামচ পাঁচফোড়ন, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, চারটি গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।

  4. 4

    কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ও বাকি পাঁচ ফোড়ন দিতে হবে। একটু নেড়ে নিয়ে নুন ও হলুদ মাখানো আমগুলি দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে আমগুলি ভেজে নিতে হবে।

  5. 5

    কিছুটা ভাজা হলে আমগুলি নরম হলে গুড় 1 কাপ জল দিয়ে গুলে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা মসলা দিতে হবে। গামা খামাখা মতো হলে বাকি ভাজা মসলা মিশিয়ে নামাতে হবে।

  6. 6

    তাহলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

Similar Recipes