কড়ক চা (Karak Chai recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#immunity
আজ সারা বিশ্বে ভাইরাসের দাপট থেকে শরীরকে রক্ষা করার প্রয়োজন সকলের | চা প্রেমীদের জন্য বিশেষত সকালে ঘুম থেকে উঠেই যাদের অভ্যাস ১ কাপ ধূমায়িত চা ,তাদের জন্য আমি নিয়ে এসেছি এই ইমিউনিটি বুস্টার ড্রিংক টি! যা এত দিনের অভ্যাসের সাথে স্বাস্থ্য ও রক্ষা করবে । এখানের প্রায় প্রতিটি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে ৷ দুকাপ জলে ২টি তেজপাতা , ৫-৬টি তুলসীপাতা ,৪-৫টিগোলমরিচ , ১গাঁট আদা , ২টি ছোট এলাচ , ২টিলবঙ্গ ,১টুকরা দারুচিনি, সব থেঁতো করে , ১চা চা পাতা দিয়ে ২৫-৩০ মিনিট ঢিমে আঁচে ফুটিয়ে সেটি ১ কাপ হয়ে এলে সেটা ছেঁকে ১ চা মধু দিয়ে গরম গরম পান করতে হবে | এখানে সবই ভেষজ জিনিসের সাথে সামান্য চা পাতা ,চায়ের তৃষ্ণা ও মেটাবে আর আনুষঙ্গীক ইমিউনিটি বুস্টার ড্রিংকস হিসাবে ও কাজ দেবে |

কড়ক চা (Karak Chai recipe in Bengali)

#immunity
আজ সারা বিশ্বে ভাইরাসের দাপট থেকে শরীরকে রক্ষা করার প্রয়োজন সকলের | চা প্রেমীদের জন্য বিশেষত সকালে ঘুম থেকে উঠেই যাদের অভ্যাস ১ কাপ ধূমায়িত চা ,তাদের জন্য আমি নিয়ে এসেছি এই ইমিউনিটি বুস্টার ড্রিংক টি! যা এত দিনের অভ্যাসের সাথে স্বাস্থ্য ও রক্ষা করবে । এখানের প্রায় প্রতিটি উপাদানই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে ৷ দুকাপ জলে ২টি তেজপাতা , ৫-৬টি তুলসীপাতা ,৪-৫টিগোলমরিচ , ১গাঁট আদা , ২টি ছোট এলাচ , ২টিলবঙ্গ ,১টুকরা দারুচিনি, সব থেঁতো করে , ১চা চা পাতা দিয়ে ২৫-৩০ মিনিট ঢিমে আঁচে ফুটিয়ে সেটি ১ কাপ হয়ে এলে সেটা ছেঁকে ১ চা মধু দিয়ে গরম গরম পান করতে হবে | এখানে সবই ভেষজ জিনিসের সাথে সামান্য চা পাতা ,চায়ের তৃষ্ণা ও মেটাবে আর আনুষঙ্গীক ইমিউনিটি বুস্টার ড্রিংকস হিসাবে ও কাজ দেবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
১ জন
  1. ২ কাপ জল
  2. ৫-৬ টি তুলসীপাতা
  3. ২টি তেজপাতা
  4. ২টি ছোট এলাচ
  5. ৪-৫ টা গোলমরিচ
  6. ১ আঁটি আদা
  7. ১টুকরো দারচিনি
  8. ২টি লবঙ্গ
  9. ১ চা চামচ পাতা
  10. ১ চা চামচ মধু

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে দুকাপ জল একটা পাত্রে গ্যাসে বসাতে হবে | জল ফুটে উঠলে তাতে তেজপাতা ও তুলসীপাতা ধুয়ে দিতে হবে i

  2. 2

    তারপর আদা, লবঙ্গ এলাচ,দারচিনি, গোলমরিচ থেঁতো করে দিয়ে,৫মিনিট পর চা পাতা দিতে হবে ৷ঢাকা দিয়ে সম্পূর্ণ ফুটে জল ১ কাপ মত হলে সেটি নামিয়ে ফেলতে হবে ।তারপর সেটি কাপে ছেঁকে নিতে হবে |

  3. 3

    এবার ১ চা মধু মিশিয়ে এই কড়ক চা গরম গরম খেতে হবে | ইমিউনিটি বাড়াতে এই পানীয় টি বেশ কার্যকরী | সকাল বেলা ধূমায়িত এই কড়ক চা শরীরের ক্লান্তি দূর করে শরীর কে চাঙ্গা করে তুলবে ৷ কেভিড মহামারির আবহে এই পানীয় শরীর সুস্থ রাখতে সহায়ক | তাই দেরী কেন,আজ থেকেই সবাই এই ইমিউনিটি ড্রিংকস নেওয়া শুরু করি| সুস্থ থাকুন । সাবধানে থাকুন ।মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করুন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes