পটল পাতুরি(potol paturi recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#পটলমাস্টার
পটল কুমার গানওয়ালা সিরিয়াল টা হয়তো অনেকেরই জনপ্রিয় ছিল তাই না? না না আমি সিরিয়ালের কথা আর বলছিনা। আজ আমি পটল সুন্দরী কে ভাল করে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম পটল পাতুরি।পটলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি।এছাড়া অল্প পরিমাণ তামা পটাশিয়াম ম্যাগনেসিয়াম গন্ধক আছে। সবুজ রঙের পটলেআছে অনেক ফাইবার।এটা তৈরি করলে হলফ করে বলতে পারি অনেক আমিষ খাবার ছেড়ে সবাই এটাই ঝাঁপিয়ে পড়বে।

পটল পাতুরি(potol paturi recipe in Bengali)

#পটলমাস্টার
পটল কুমার গানওয়ালা সিরিয়াল টা হয়তো অনেকেরই জনপ্রিয় ছিল তাই না? না না আমি সিরিয়ালের কথা আর বলছিনা। আজ আমি পটল সুন্দরী কে ভাল করে সাজিয়ে গুছিয়ে তৈরি করলাম পটল পাতুরি।পটলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি।এছাড়া অল্প পরিমাণ তামা পটাশিয়াম ম্যাগনেসিয়াম গন্ধক আছে। সবুজ রঙের পটলেআছে অনেক ফাইবার।এটা তৈরি করলে হলফ করে বলতে পারি অনেক আমিষ খাবার ছেড়ে সবাই এটাই ঝাঁপিয়ে পড়বে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ থেকে ৪০ মিনিট
৩ থেকে ৪ জন
  1. ৬টি পটল
  2. পরিমাণ মতো সর্ষের তেল
  3. ৩ -৪ চা চামচ সর্ষে দানা
  4. ৪ চা চামচ পোস্ত দানা
  5. ১/২ অর্ধেক নারকেল কোরা
  6. ২-৩চা চামচ টক দই
  7. পরিমাণ মত লবণ
  8. স্বাদমতো চিনি
  9. ১/২ চা চামচ হলুদ
  10. স্বাদ মত কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ থেকে ৪০ মিনিট
  1. 1

    প্রথমে পটলের অল্প অল্প করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিতে হবে। এরপর ভাল করে ধুয়ে জল ঝরিয়ে লবণ ও হলুদ মাখিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  2. 2

    প্যানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে পটল গুলো হাল্কা করে এপিঠ-ওপিঠ ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর পোস্তদানা,সরষে দানা, নারকেল কোরা, এক থেকে দু'টি কাঁচা লঙ্কা সবকিছু নিয়ে শিলে বা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে পরিমাণ মত লবণ, হলুদ, চিনি, সরষের তেল দিয়ে ভালো করে মিশ্রণটি বানিয়ে নিয়ে ওর মধ্যে পটল গুলি দিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    এরপর আসি কলাপাতার প্রস্তুতিপর্বে। কলাপাতা গুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাওয়াতে সেকে নিতে হবে। যাতে করে কিনা পাতুরি গুলি ভাজ করার সময় পাতাগুলি ছিড়ে না যায়।

  5. 5

    এবার অন্তিম পর্ব। একেকটি করে কলাপাতা নিয়ে তারমধ্যে মিশ্রন ও দুটি পটল আর একটি কাঁচা লঙ্কা দিয়ে,ভালো করে চৌকো করে ভাজ করে, সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  6. 6

    এবার প্যানে অল্প করে সর্ষের তেল দিয়ে, এক এক করে ভাঁজ করা পাতুরি গুলি দিয়ে ৫ মিনিট করে এপিঠ-ওপিঠ অর্থাৎ দুই দিকই ঢাকা দিয়ে সেঁকে নিলেই তৈরি পটল পাতুরি। আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

মন্তব্যগুলি (4)

Similar Recipes