ভেটকি মাছের পাতুরি (bhetki macher paturi recipe in Bengali)

Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা

#FF

আজ আমি একসাথে একটা পাতার মধ্যে ভেটকির পাতুরি বানিয়েছি। আর মাছ গুলি সাধারণ মাছের আরো পিস করেছি, ফিলে না।

ভেটকি মাছের পাতুরি (bhetki macher paturi recipe in Bengali)

#FF

আজ আমি একসাথে একটা পাতার মধ্যে ভেটকির পাতুরি বানিয়েছি। আর মাছ গুলি সাধারণ মাছের আরো পিস করেছি, ফিলে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জনের জন্য
  1. 8 টুকরো ভেটকি মাছ
  2. 2 টিগোটা কলাপাতা ডাঁটি সমেত
  3. 1/2 কাপনারকেল কোরা
  4. 2 টেবিল চামচগোটা কালো সর্ষে
  5. 2 টেবিল গোটাগোটা সাদা সর্ষে
  6. 2 টেবিল চামচপোস্ত
  7. 4 টেবিল চামচটক দই
  8. 4 টিকাঁচা লঙ্কা
  9. 1 চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ মতনুন
  11. 1/4 কাপসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে কলাপাতা গুলো ভালো করে ধুয়ে বড়ো বড়ো করে কেটে টুকরো গুলো টুথপিক দিয়ে জোড়া লাগিয়ে একটা বড়ো থালার মতো তৈরি করতে হবে।

  2. 2

    এরপর সর্ষের তেল বাদে সব মসলা একসাথে মিক্সিতে পেস্ট করে রাখতে হবে।

  3. 3

    মাছ ভালো করে ধুয়ে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    এরপর কলাপাতার 2 পিঠ
    একটু আগুনে সেঁকে নিতে হবে যাতে ছিঁড়ে না যায়।

  5. 5

    এবার পেস্ট কোরা মসলা তেল দিয়ে ভালো করে মেখে মাছে মাখিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর মাছ গুলো পাতার ওপর ভালো করে সাজিয়ে আর আরেকটা পাতা দিয়ে ঢাকা দিতে হবে।

  7. 7

    একটা কড়ায় 1 চামচ সর্ষের তেল দিয়ে 2 টি কলাপাতা রেখে মাছ সমেত পাতা রেখে ওপর থেকে আরো 2 টি কলাপাতা ঢাকা দিতে হবে। এই ভাবে কম আঁচে 15 মিনিট সেঁকে নিতে হবে।

  8. 8

    15 মিনিট পর পাতার থালা একটা প্লেটের ওপর নিয়ে উল্টে দিয়ে আরো 15 মিনিট সেঁকে নিতে হবে।

  9. 9

    এবার আঁচ বন্ধ করে আরো 10 মিনিট এই ভাবে রেখে দিতে হবে।

  10. 10

    সবশেষে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেটকির পাতুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manini Ray
Manini Ray @Manini_43
কলকাতা
শিক্ষিকা, নেশা হলো নতুন নতুন রান্না করা।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes