কোকোনাট পটল কারি (Coconut potol curry recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#পটলমাস্টার
পটল দিয়ে অনেক রকম রান্না করা যায়।
পটলের নিত্যনতুন রেসিপি ট্রাই করতে খুব ভাল লাগে। আমি নারকেল দিয়ে পটলের একটা রেসিপি করেছে_ ভাতের সাথে এতে কিন্তু ভালোই লাগে।

কোকোনাট পটল কারি (Coconut potol curry recipe in Bengali)

#পটলমাস্টার
পটল দিয়ে অনেক রকম রান্না করা যায়।
পটলের নিত্যনতুন রেসিপি ট্রাই করতে খুব ভাল লাগে। আমি নারকেল দিয়ে পটলের একটা রেসিপি করেছে_ ভাতের সাথে এতে কিন্তু ভালোই লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
৩জন
  1. ৫০০ গ্রাম পটল
  2. ১ চা চামচ সরষে বাটা
  3. ১ চা চামচ পোস্ত বাটা
  4. ৩ চা চামচ নারকেল বাটা
  5. ২ চা চামচ নারকেল কোরা
  6. ১০টা কারি পাতা
  7. ১/২ চা চামচ গোটা সরষে
  8. ১টা গোটা শুকনো লঙ্কা
  9. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৪-৫টা কাঁচা লঙ্কা চিরা
  11. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  12. ১ চা চামচ চিনি
  13. স্বাদমতোলবণ
  14. পরিমাণ মতো সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    পটলের খোসা ছাড়িয়ে গা একটু চিড়ে দিয়ে নুন, হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে

  2. 2

    এরপর সরষের তেলে পটল ভেজে নিতে হবে

  3. 3

    এরপর সরষের তেলে গোটা সরষে, শুকনো লঙ্কা ও কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পটল, হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, চিড়া কাঁচা লঙ্কা ও আন্দাজমতো লবণ দিয়ে একটু কষিয়ে নারকেল বাটা,পোস্ত বাটা, সরষে বাটা ও আন্দাজমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে প্রায় ১০-১২ মিনিট মাঝারি আচে

  4. 4

    ১০-১২ মিনিট পর গ্রেভি যখন গা _মাখা হয়ে আসবে তখন চিনি আরো কিছুটা নারকেলকোরা
    ও কয়েকটাা কারিপাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে _নারকেল পটল কারি।

  5. 5

    এইবার সার্ভিং প্লেটে কয়েকটা কারিপাতা ও কিছুটা নারকেলকোরা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes