ছোলার ডালের পরোটা(cholar daler parota recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

ছোলার ডালের পরোটা(cholar daler parota recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ ছোলার ডাল
  2. ২ বাটি ময়দা
  3. ১ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো
  4. ১ টেবিল চামচ ঘি
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ হিং
  7. স্বাদমতোনুন
  8. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. স্বাদমতোচিনি
  10. পরিমাণ মতো সাদাতেল
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ আদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল ১ ঘন্টা জলে ভিজিয়ে নিতে হবে।

  2. 2

    ছোলার ডাল অর্ধেক সেদ্ধ করতে হবে যাতে প্রতিটি ডাল গোটা থাকে।

  3. 3

    এবার কড়াইতে ঘি দিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, হিং, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর সেদ্ধ করা গোটা ছোলার ডাল হালকা ভাবে নেড়ে ভেজে পুর বানাতে হবে

  4. 4

    এবার ময়দায় সাদা তেল, চিনি, নুন ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।

  5. 5

    লেচি কেটে তাতে ডালের পুর ভরে গোল আকারে বেলতে হবে।

  6. 6

    এবার কড়াই বা চাটুতে পরিমাণ মতো সাদাতেল দিয়ে ভেজে গরম গরম টমেটো সস্ ও স্যালাড সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

মন্তব্যগুলি (2)

Similar Recipes