তেঁতোর ডাল (Tetor dal recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ডালশান
আমি এখানে সোনা মুগের ডাল লাউ ও করলা দিয়ে তেঁতো /তিতোর ডাল বানিয়েছি । এই গরমে শরীর ঠান্ডা রাখতে এমন উপকারী রেসিপি করা দরকার । যা স্বাস্থ্যের জন্য প্রয়োজন , শরীরে ইমিউনিটি সিস্টেম ও বাড়াতে সাহায্য করে | ডাল , লাউ ও করলার গুন তো সবারই জানা | এখানে আমি ডাল হালকা ভেজে লাউ এর টুকরা, সামান্য নুন ও জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে । করলা ভেজে সর্ষে লংকা তেজপাতা ফোঁড়ন দিয়ে আদা কাঁচালংকা হলুদ চিনি দিয়ে ডালটা ফোঁড়ন দিয়ে ,ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে |

তেঁতোর ডাল (Tetor dal recipe in Bengali)

#ডালশান
আমি এখানে সোনা মুগের ডাল লাউ ও করলা দিয়ে তেঁতো /তিতোর ডাল বানিয়েছি । এই গরমে শরীর ঠান্ডা রাখতে এমন উপকারী রেসিপি করা দরকার । যা স্বাস্থ্যের জন্য প্রয়োজন , শরীরে ইমিউনিটি সিস্টেম ও বাড়াতে সাহায্য করে | ডাল , লাউ ও করলার গুন তো সবারই জানা | এখানে আমি ডাল হালকা ভেজে লাউ এর টুকরা, সামান্য নুন ও জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে । করলা ভেজে সর্ষে লংকা তেজপাতা ফোঁড়ন দিয়ে আদা কাঁচালংকা হলুদ চিনি দিয়ে ডালটা ফোঁড়ন দিয়ে ,ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২o মিনিট
৪ জন
  1. ১/২ কাপ মুগের ডাল
  2. ১ কাপ লাউ টুকরো
  3. ১টি বড় করলা
  4. ২ চা চামচ ধনে পাতা
  5. স্বাদ মতনুন
  6. ১/২ চা চামচ চিনি
  7. ১ চা চামচ হলুদের গুঁড়ো
  8. ২টি কাঁচা লঙ্কা
  9. ২ চা চামচ আদা গ্রেট করা
  10. ১/২ চা চামচ রাঁধুনি
  11. ১ টা তেজপাতা
  12. ১টা গোটা লঙ্কা
  13. ১/২ চা চামচ গোটা সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

২o মিনিট
  1. 1

    ডাল শুকনো কড়াই এ একটু টেলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে | লাউ খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে ১ কাপ জল ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দিতে হবে ৷

  2. 2

    করলা ধুয়ে গোল রিং করে কেটে নিতে হবে ৷এবার সেগুলি নুন হলুদ মাখিয়ে প্যানে ২ চা সর্ষের তেল দিয়ে ভালো মত ভেজে তুলে নিতে হবে |

  3. 3

    এবার ঐ প্যানে লংকা, তেজপাতা গোটা সর্ষে, রাঁধুনি ফোঁড়ন দিয়ে আদাবাঁটা দিয়ে কসিয়ে সেদ্ধ ডালটা ঢেলে দিতে হবে |

  4. 4

    এবার তাতে ভাজা করলাগুলি দিয়ে,হলুদ,নুন, চিনি দিয়ে প্রয়োজন মত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে | ডাল ভালোমত ফুটে গেলে তাতে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে ৷

  5. 5

    এবার পাতলা লাউ ও করলা ভাজা দেওয়া মুগ ডাল ঘরের স্বাভাবিক উষ্ণতায় ঠাণ্ডা হলে, গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে । ডালের এই পাতলা তেঁতোর পদটি গরমের দুপুরে শরীর ঠান্ডা করতে অদ্বিতীয় | লাউ ওকরলার এই তেঁতো ডাল কোভিড পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে ৷তাই দেরী কেন,বন্ধুরা আজই করে ফেলো এই তেঁতোর ডাল রেসিপি ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি (4)

Similar Recipes