ছোলার ডালের ডালনা (Cholar dalna recipe in Bengali)

PriTi
PriTi @PriTi_98
ফকিরহাট,বাগেরহাট,খুলনা,বাংলাদেশ

#ডালশান

বাঙ্গালির কাছে ছোলার ডালের সাথে লুচি যেন চির যুগলবন্দী।

ছোলার ডালের ডালনা (Cholar dalna recipe in Bengali)

#ডালশান

বাঙ্গালির কাছে ছোলার ডালের সাথে লুচি যেন চির যুগলবন্দী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট।
২-৩জন।
  1. ১৫০গ্রাম ছোলার ডাল।(২ঘন্টা ভিজিয়ে রাখা)
  2. ১বাটি নারকেল কোরানো
  3. পরিমাণ মতোকয়েকটি নারকেল ফালি টুকরো করে কাটা
  4. ২চা চামচ ধনে,জিরে গুঁড়ো
  5. ১ চা চামচআদা বাটা
  6. ৪-৫টি কাঁচালঙ্কা
  7. ১টি শুকনোলঙ্কা
  8. ২টি তেজপাতা
  9. ১ চা চামচগরমমশলার গুঁড়ো।
  10. স্বাদ মতোনুন আর চিনি
  11. পরিমান মতোতেল
  12. ১ চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট।
  1. 1

    প্রথমে ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে নুন আর কাঁচালঙ্কা দিয়ে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে নারকেলের ফালি গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    আবার তেল দিয়ে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা,নারকেল কোরানো,আদা বাঁটা,ধনে,জিরে গুড়া, নুন,হলুদ,চিনি সব দিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    তারপর তাতে ডাল দিতে হবে।ফুটে উঠলে তাতে ভেজে রাখা নারকেলের টুকরো দিতে হবে।

  5. 5

    নামানোর আগে গরমমশলার গুড়া দিয়ে নামাতে হবে।

  6. 6

    তারপর গরম গরম লুচির সাথে পরিবেশন করুন ছোলার ডালের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
PriTi
PriTi @PriTi_98
ফকিরহাট,বাগেরহাট,খুলনা,বাংলাদেশ

মন্তব্যগুলি

Similar Recipes