ছোলার ডাল (Cholar dal recipe in bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26618514

ঘরোয়া খাওয়া হোক কিংবা উৎসব অনুষ্ঠান বাঙালির পাতে গরম ফুলকো লুচি বা পরোটা,রুটির সঙ্গে ডালের আবেদন চিরন্তন। তেমনই সুস্বাদু ডালের রেসিপি...

ছোলার ডাল (Cholar dal recipe in bengali)

ঘরোয়া খাওয়া হোক কিংবা উৎসব অনুষ্ঠান বাঙালির পাতে গরম ফুলকো লুচি বা পরোটা,রুটির সঙ্গে ডালের আবেদন চিরন্তন। তেমনই সুস্বাদু ডালের রেসিপি...

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ১৫০ গ্রামছোলার ডাল
  2. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  3. স্বাদ মতো নুন
  4. ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
  5. ১/২ চা চামচধনে গুঁড়ো
  6. ১/২ চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  7. ২ টিকাঁচা লঙ্কা
  8. ২ ইঞ্চিআদা
  9. ১ টাটমেটো কোচানো
  10. ২ টিএলাচ
  11. ২ টোতেজপাতা
  12. ১ ইঞ্চিদারচিনি
  13. ২ চা চামচ নারকেল কুচি
  14. ১ চা চামচঘি
  15. ১/২ চা চামচগরম মশলা গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ডাল ২ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম।

  2. 2

    ভেজানো ডাল নুন,হলুদ,মিষ্টি দিয়ে পেশারকুকারে ২ সিটি দিয়ে নামিয়ে নিয়েছি।

  3. 3
  4. 4

    টমেটো,কাঁচালঙ্কা,আদা একসঙ্গে মিক্সিতে পিষে নিয়েছি।

  5. 5

    প‍্যানে ৪ চামচ তেল গরম করে নারকেল কুচি ভেজে নিয়েছি।

  6. 6

    ঐ তেলে এলাচ,দারচিনি,তেজপাতা ফোরন দিয়ে,বাটা মশলা দিয়ে,ভালো করে মশলা কষে নিয়েছি।

  7. 7

    মশলা কষা হলে সেদ্ধ ডাল ও পরিমান মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়েছি। আঁচ মাঝারি করে দিয়েছি ৫মিনিট বাদ ঢাকা খুলে নেরে দিয়েছি আবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছু সময় হওয়ার পর ডাল ঘনো হয়ে এলে,ঘি,গরম মশলা দিয়ে নেরে,একটা পরিবেশন পাত্রে ঢেলে,একটা টমেটো ফুল করে গার্নিশ করেছি।

  8. 8

    লুচির সঙ্গে ডাল পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26618514

Similar Recipes