রসুন ভেন্ডি দো পেঁয়াজা (Rosun bhendi do peyanja recipe in Bengali)

শ র্মি ষ্ঠা
শ র্মি ষ্ঠা @cook_30405751

রসুন ভেন্ডি দো পেঁয়াজা (Rosun bhendi do peyanja recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
চার জন
  1. ৫০০ গ্রামভেন্ডি
  2. ২ টিপেঁয়াজ
  3. ১০ কোয়ারসুন কুচি
  4. ১ টিটমেটো কুচি
  5. ১/২ চা চামচ হিং
  6. ১/২ চা চামচআদা কুচি
  7. ১ চা চামচ করে গোটা জিরে, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া
  8. ১/২ পাতিলেবুর রস
  9. স্বাদমতোনুন ও চিনি
  10. ৫ চা চামচ সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে ভেন্ডি গুলো ছোট ছোট টুকরো করে কেটে জলে ধুয়ে নিতে হবে। এরপর ২টি পেঁয়াজ ২ ভাবে কেটে নিতে হবে। ১ টি পেঁয়াজ চার টুকরো করে খোলা ছাড়িয়ে নিতে হবে এবং আর একটি পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে । এরপর একটি কড়াইতে ৩ চামচ সরিষা তেল দিয়ে গরম হলে তার মধ্যে কেটে জল ঝরিয়ে রাখা ভেন্ডি ও খোলা ছাড়ানো পেঁয়াজ গুলো দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। তারপর সেটা ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে।

  2. 2

    তারপর ওই কড়াইতে আরো ২ চামচ সরিষা তেল দিয়ে গরম হলে তার মধ্যে গোটা জিরা, হিং ও আজোয়ান ফোড়ন দিয়ে একটু নেরে তার মধ্যে রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুন টি লাল হচ্ছে। তারপর ওর মধ্যে কুচি করে রাখা টমেটো,পেঁয়াজ ও আদা দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর একে একে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদমতো নুন, চিনি ও পাতিলেবু রসটি দিয়ে মশলা টি ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    মশলা কষানো হয়ে গেলে তাতে আগের থেকে ভেজে রাখা ভেন্ডি ও পেঁয়াজ দিয়ে হালকা নেরে চেরে চাপা দিয়ে দিতে হবে মিডিয়াম আঁচ করে। তারপর ৫ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে নামিয়ে নিলে তৈরি সুস্বাদু রসুন ভেন্ডি দো পেঁয়াজা। এটি রুটি,পরোটা, নান যেকোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আর ভেন্ডি জিনিসটি আমাদের মোটামুটি সকলেরই একটি প্রিয় খাদ্য।
    নমস্কার।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ র্মি ষ্ঠা

মন্তব্যগুলি

Similar Recipes