ম্যাঙ্গো মিল্কশেক (Mango Milkshake Recipe In Bengali)

Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

ম্যাঙ্গো মিল্কশেক (Mango Milkshake Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টি পাকা হিমসাগর আম
  2. ১/২ কাপ চিনি
  3. ১ কাপ দুধ
  4. ৮-১০ টি কাজু বাদাম
  5. ৮-১০টা কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিনিটি গুড়ো করে নিতে হবে।

  2. 2

    তারপর কাজু বাদাম টিকে অল্প একটু গুড়ো করে নিতে হবে।

  3. 3

    তারপর আম গুলোকে ভালো ভাবে ধুয়ে নিয়ে তারপর তার খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার একটি পাত্রের মধ্যে আমের পাল্প বের করে নিতে হবে।

  4. 4

    তারপর একটি মিক্সিং জারে আমটি দিয়ে এবং তাতে দুধ দিয়ে খানিক্ষন সেটিকে মিক্স করে নিয়ে গুড়ো করে রাখা চিনিটি তার সাথে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর সেটাকে খানিক্ষনের জন্য রেফ্রিজারেটরে রেখে দিতে হবে (৫-১০ মিনিট), বা কয়েকটি বরফ 🧊🧊🧊 তাতে দিয়ে দিতে হবে।
    (এই ধাপটি ঐচ্ছিক, যারা ঠান্ডা পছন্দ করেন না তারা এই ধাপ টি বাদ দিয়ে দিতে পারেন। তবে এই রেসিপিটি একটু ঠান্ডাই ভালো লাগে)।

  6. 6

    শেকটি‌ ঠান্ডা হয়ে গেলে সেটিকে গ্লাস এ 🥤🥤🥤 ঢেলে নিয়ে তার উপরে গুড়ো করে রাখা কাজু ও কিসমিস দিয়ে সার্ভ করব হবে ম্যাংগো মিল্কশেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sujala Sarkar
Sujala Sarkar @cook_30332309

মন্তব্যগুলি

Similar Recipes