রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 পিস
  1. 2 টিডিম
  2. 3 টেমাঝারি আকারের টমেটো
  3. 1 টিবড়ো মাপের পেঁয়াজ
  4. 4 টিকাঁচা লঙ্কা
  5. 1/2 চা চামচগোলমরিচ
  6. 1/4 চা চামচচিলি ফেক্স
  7. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে।

  2. 2

    এবারে একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুড়ো, হলুদ গুড়ো, চিলি ফেক্স, স্বাদ মত নুন আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবারে টমেটোর বোটার দিকে একটু কেটে তার ভিতরের অংশ বের করে ডিমের মিশ্রণ দিয়ে উপর থেকে কাটা অংশ দিয়ে ঢেকে দিতে হবে।

  4. 4

    এবারে আগে থেকেই প্রিহিট করা ওভেনে ১৫০ ডিগ্রী তাপমাত্রায় 30 মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর "বেকেড টমেটো"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes