আম দ‌ই (aam doi recipe in Bengali)

Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food

#jamai2021
আমাদের বাঙালিদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে । আর নিত্য নতুন রান্না। আর আম দ‌ই হলে তো কথাই নেই।

আম দ‌ই (aam doi recipe in Bengali)

#jamai2021
আমাদের বাঙালিদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে । আর নিত্য নতুন রান্না। আর আম দ‌ই হলে তো কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৫০০ মিলি লিটার দুধ
  2. ৪ টে মাঝারি আম
  3. ২টেবিল চামচ টক দই জল ঝরানো
  4. স্বাদ মতচিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে দুধ টাকে ভালো করে ঘন করে নিন। ঘন হয়ে এলে তাতে চিনি মিশিয়ে নিন। এবারে দুধ টাকে ঠাণ্ডা করে নিন।

  2. 2

    এরপরে আম টাকে ভালো করে ধুয়ে নিন । তারপরে আম টাকে ছুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিন। তার পর মিক্সিতে বেটে নিয়ে ।আম টাকে ফুটিয়ে নিন । আস্তে আস্তে ফুটিয়ে নেবেন না হলে আম ছিটিয়ে যাবে ।

  3. 3

    আগে থেকে দ‌ই টাকে কাপড়ে বেঁধে জল ঝরতে দেবেন।

  4. 4

    আম টা ঠাণ্ডা করে নিয়ে একটা পাত্রে আম,জল ঝরানো টক দই আর দুধ টাকে আস্তে আস্তে মিশিয়ে নিন । দুধটা যেন একেবারে ঠাণ্ডা না হয়ে যায় । হালকা গরম থাকে যেন।

  5. 5

    এরপরে একটা বড় জায়গা তে জল নিয়ে একটা স্টান্ট বসিয়ে দিয়ে ওটার ওপর একটা থালা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিন। তার পর জলটা ফুটিয়ে নিন।

  6. 6

    জলটা ফুটে গেলে এবার ওতে দ‌ই এর বাটি গুলো বসিয়ে দিন। আর ঢাকনা টা দিয়ে দিন। এর পর ৮-১০ মিনিট মিডিয়াম আঁচে রাখুন।

  7. 7

    এর পর ১০ মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে দেখুন। যদি না হয়ে থাকে তাহলে আবার ৫-৬ মিনিট হতে দিন।

  8. 8

    এর পর দ‌ই টা ঠাণ্ডা করে নিয়ে ফ্রীজে রেখে দিন। পরে ঠাণ্ডা করে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food
আমি রান্না করতে খুব ভালবাসি। আর নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes