পমফ্রেট ফ্রাই (pomfret fry recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

পমফ্রেট ফ্রাই (pomfret fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ৩টে পমফ্রেট মাছ পরিষ্কার করা গায়ে একটু চিরে নেওয়া
  2. ১টেবিল চামচ লেবুর রস
  3. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ৩-৪টেবিল চামচ জল ঝড়ানো টক দই
  6. ১টেবিল চামচ আদা রসুন বাটা
  7. ১ চা চামচ গরম মসলা গুঁড়া
  8. ১টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা / কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ সর্ষের তেল
  10. স্বাদ মতনুন
  11. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য বাটার
  12. ১টেবিল চামচ ছাতু ( ঐচ্ছিক)
  13. প্রয়োজন অনুযায়ীলেবু ও চাট মশলা (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    বাটার,লেবু ও চাট মশলা বাদে সমস্ত উপকরণ একটা বড় পাত্রে একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    ধুয়ে পরিষ্কার করা মাছ গুলো ঐ মশলার মিশ্রণের মধ্যে দিয়ে মশলাটা ভালো করে মাছের গায়ে মাখাতে হবে।

  3. 3

    ২০-২৫ মিনিট মশলা মাখানো মাছটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    ২০-২৫ মিনিট বাদ বাটার গরম করে দুপিট ভালো করে ভেজে নিয়ে লেবুর রস ও চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

মন্তব্যগুলি

Similar Recipes