চিকেন এগ রোল (chicken egg roll recipe in Bengali)

Papia Das Sengupta
Papia Das Sengupta @pauravpia

#debi
আমার ছেলের জন্য এই খাবারটি আমাকে বানাতে হয়েছে ।

চিকেন এগ রোল (chicken egg roll recipe in Bengali)

#debi
আমার ছেলের জন্য এই খাবারটি আমাকে বানাতে হয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চার জনের জন্য
  1. ১০০গ্রাম বোনলেস চিকেন
  2. ১চা চামচ আদা - রসুন বাটা
  3. ১/২ চা চামচ ভিনিগার
  4. প্রয়োজন অনুযায়ী হলুদ গুরো, জিরে গুরো,লঙ্কা গুঁড়ো
  5. ২ টো মাঝারি পেঁয়াজ
  6. ১/২ চা চামচ চাট মশলা
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. স্বাদ মত গোলমরিচ গুঁড়ো
  9. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  10. ২কাপ ময়দা
  11. স্বাদ অনুযায়ীচিনি
  12. পরিমাণ মত সাদা তেল
  13. ৪ টে ডিম যদি ডাবল ডিমের হয়
  14. ১টা গ্রেট করা শসা
  15. ১ টা গ্রেট করা গাজর
  16. স্বাদ মতবিট নুন
  17. ২ টো ছোট লেবু
  18. পরিমাণ মতটমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন গুলোকে একদম ছোটো ছোটো পিস করুন।এরপর এতে একে একে ভিনিগার, লঙ্কা গুঁড়ো,হলুদ, জিরে গুরো, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন

  2. 2

    একটি পাত্রে ময়দা, সামান্য চিনি, অল্প পরিমাণ নুন, সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে একটি ডো তৈরী করুন। এরপর এটিকে কিছুক্ষন ঢাকা দিয়ে রাখুন।

  3. 3

    কড়াইতে সাদা তেল দিয়ে এতে ১ টা পিয়াজ কুচি করে দিন, সামান্য ভাজা হয়ে গেলে এতে আদা রসুন পেস্ট টা দিয়ে দিন কিছুক্ষণ পর ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে ভালো করে কষাতে হবে। স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ দিয়ে নারতে থাকুন সামান্য টমেটো সস দিয়ে দিন, এরপর ভালোমতন কষানো হলে সামান্য জল দিয়ে ঢেকে দিন। আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য চিকেন সেদ্ধ হতে সময় লাগবে না। চিকেন টা সেদ্ধ হয়ে এলে সামান্য চাট মশলা দিয়ে দিন।এরপর চিকেন টা মাখা মাখা হলে নামিয়ে নিন।

  4. 4

    এরপর ময়দার ডো টার থেকে লেচি কেটে রুটির মতন করে বেলে নিন। তাওয়া বসিয়ে রুটি গুলো হালকা সেকে নিন।

  5. 5

    এখন একটা পাত্রে দুটো ডিম ফেটিয়ে নিন এতে সামান্য নুন আর অল্প গোলমরিচ গুরো দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

  6. 6

    তাওয়া গরম হলে সামান্য তেল দিন এরপর ফেটানো ডিম টা দিয়ে দিন এবং এর উপর একটা রুটি এই ডিম টার উপর দিয়ে দিন। এপিঠ ওপিঠ ভালো করে কম আঁচে ভেজে নিন।

  7. 7

    এরপর এটিকে নামিয়ে এর উপর চিকেন দিন, গ্রেট করা শসা, সামান্য গাজর, সামান্য পিয়াজ, দিয়ে তার উপর অল্প লেবুর রস দিয়ে সামান্য বিট নুন দিয়ে, টমেটো সস দিয়ে ভালো করে টিসু পেপার দিয়ে মুড়ে দিন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papia Das Sengupta

মন্তব্যগুলি (3)

Similar Recipes