ডাবের পুডিং (Daaber pudding recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

#AsahiKaseIndia
#No oil recipe

এটা একটা মজাদার পুডিং বা ডেজার্ট ও বলাজেতে পারে।

ডাবের পুডিং (Daaber pudding recipe in Bengali)

#AsahiKaseIndia
#No oil recipe

এটা একটা মজাদার পুডিং বা ডেজার্ট ও বলাজেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
5জনের জন্য
  1. 3 টেসবুজ কচি ডাব, ভেতরে ডাবের নরম কচি অংশ সমেত।
  2. 4 চা চামচচিনি
  3. পরিমাণ মতজেলোটিন
  4. 1 চা চামচলেবুর রস
  5. পরিমাণ মতঅল্প পুদিনা পাতা

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    ডাব গুলোকে কেটে জল বার করে ছেঁকে নিতে হবে।

  2. 2

    ডাবের জলে চিনি মিলিয়ে নিতে হবে

  3. 3

    ডাবের জলটা 1মিনিট গরম করে নিতে হবে

  4. 4

    ঠাণ্ডা হলে 1চামচ জেলো টিন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে

  5. 5

    লেবুর রস দিয়ে দিতে হবে

  6. 6

    ডাবের যে কচি নরম অংশ বা শাস টা নিজের ইচ্ছে মতন কেটে ডাবের জলের ভেতর সাজিয়ে দিতে হবে

  7. 7

    পুদিনা পাতা গুলো ছড়িয়ে দিতে হবে

  8. 8

    একটা কাঁচের বাটিতে ঢেলে ফ্রিজে রাখতে হবে 20মিনিট।।

  9. 9

    জমে গেলে ফ্রিজ থেকে বার করে যেমন ইচ্ছে সাজিয়ে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

Similar Recipes