ডাবের পুডিং

Paramita Sengupta
Paramita Sengupta @cook_16886956

গ্রীষ্মকালীন রেসিপি

ডাবের পুডিং

গ্রীষ্মকালীন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিন থেকে চার ঘন্টা
তিন থেকে চার জনের জন্য
  1. 600-700 মিলি ডাবের জল
  2. 8 গ্রামচায়না গ্রাস বা জিলাটিন
  3. 1 টেবিল চামচ চিনি
  4. পরিমাণ মতোডাবের পাতলা সাশ (সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

তিন থেকে চার ঘন্টা
  1. 1

    হালকা গরম জলে চায়না গ্রাস ভিজিয়ে রাখতে হবে 15 মিনিটের মতো।এবার যে পাত্রে পুডিং বসানো হবে ওতে পাতলা ডাব শাঁস পছন্দ মতো কেটে দিয়ে পাত্রটি তৈরী করে রাখতে হবে।

  2. 2

    ডাবের জল ছাঁকনিতে ছেঁকে একটা পাত্রে নিয়ে ওতে স্বাদমতো চিনি আর ভিজিয়ে রাখা চায়না গ্রাস জল সহ ওই ডাবের জলে মিশিয়ে গ্যাসে বসিয়ে দিন।

  3. 3

    হালকা আঁচে জ্বাল দিয়ে মিশ্রণ টি নাড়াতে হবে যতক্ষন না পর্যন্ত চায়না গ্রাস গলে গিয়ে মিশ্রণটি স্বচ্ছ না হচ্ছে।চায়না গ্রাস গলে গেলে গ্যাস নিভিয়ে দিন।

  4. 4

    ডাব শাঁস রাখা পুডিং পাত্রটিতে গরম অবস্থাতেই মিশ্রণটি ঢেলে দিন..এটা ঠান্ডা হয়ে ঘরের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  5. 5

    এবার পুডিং পাত্রটি নরমাল ফ্রীজে রেখে তিন থেকে চার ঘন্টা পুডিং জমাট বাঁধার জন্য অপেক্ষা করতে হবে।জমাট বেঁধে এলে পুডিংটি কেটে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Sengupta
Paramita Sengupta @cook_16886956

মন্তব্যগুলি

Similar Recipes