টমেটো গ্রেভি সস (Tomato gravy sauce recipe in Bengali)

চিএালি
চিএালি @chitrali

টমেটো গ্রেভি সস (Tomato gravy sauce recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা।
৬ জন।
  1. ১০ টি বেশ লাল টমেটো
  2. ৩ টেবিল চামচ লাল লঙ্কার পেস্ট
  3. ১০/১২ কোয়া রসুন
  4. ২ চা চামচ তেঁতুল কাথ্থ
  5. ২ চা চামচ অলিভ অয়েল
  6. ১ চা চামচ গরম মশলা
  7. প্রয়োজন অনুযায়ী জল
  8. স্বাদ মত লবণ
  9. ২ চা চামচ সয়াসস

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা।
  1. 1

    টমেটো হালকা গরম জলে ফেলে তুলে নেবেন, এবার টমেটোর ছাল ছাড়িয়ে নিন।

  2. 2

    লঙ্কা, রসুন,সয়াসস, তেতুঁল, লবণ,অলিভ অয়েল মিক্সচারে দিয়ে বেশ একটা মিশ্রণ তৈরি করুন।

  3. 3

    ছাল ছাড়ানো টমেটো মিক্সিতে দিয়ে,টমেটোর কাথ্থ তৈরি করুন।

  4. 4

    কড়াই এ অলিভ অয়েল দিয়ে লঙ্কার পেস্ট ছেড়ে দিন।আঁচ কমিয়ে মশলা নাড়তে নাড়তে এতে টমেটোটা মিশিয়ে দিন।

  5. 5

    এবার আরও একটু লবণ মেশান,শেষে গ্রেভি একটু থকথকে হলে, গরম মশলা দিয়ে নামিয়ে নিন।

  6. 6

    ইচ্ছে হলে একটু চিনি মেশাতে পারেন।টোম্যাটো গ্রেভি সস,মোমো,চিকেন পকোড়া,চিংড়ি ভাজা,আলুর পরোটা, এ সবের সাথে দারুণ জমবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
চিএালি

মন্তব্যগুলি

Similar Recipes