স্পাইসি চিকেন বাটার গ্রেভি (Spicy chicken butter gravy recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#ebook2
বাংলার নববর্ষ

আমার হাসব‍্যান্ডের পছন্দের একটি ডিস খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি এটা খুবই টেস্টি।

স্পাইসি চিকেন বাটার গ্রেভি (Spicy chicken butter gravy recipe in Bengali)

#ebook2
বাংলার নববর্ষ

আমার হাসব‍্যান্ডের পছন্দের একটি ডিস খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি এটা খুবই টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট।
3জন।
  1. 1/2 কাপবাটার
  2. 1/5 কাপপেঁয়াজ কুচি
  3. 900 গ্রামচিকেন
  4. 1টি মিডিয়াম সাইজ টমেটো পিউরি
  5. 50 গ্রামদই।
  6. 1+1 চা চামচআদা রসুন পেস্ট
  7. 5টি শুকনো লঙ্কা পেস্ট
  8. 1 চা চামচকাশ্মিরী রেড চিলি পাউডার
  9. 1+1চা চামচগোটা ধনে,জিরে পেস্ট
  10. 2 চা চামচকাজু পেস্ট
  11. 1/2 চা চামচগরম মশলা পাউডার
  12. 1/2 চা চামচকসুরি মেথি
  13. স্বাদমতো নুন
  14. 1/2 চা চামচ হলুদ
  15. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট।
  1. 1

    প্রথমে কড়াতে বাটার মেল্ট করে নেব। তারপর 1/2কাপ পেঁয়াজ কুচি দিয়ে হাল্কা ফ্রাই করে নিতে হবে।

  2. 2

    এরপর 1+1আদা -রসুন পেস্ট দিয়ে ফ্রাই করে নেব। চিকেন দিয়ে নাড়াচাড়া করে নেব।

  3. 3

    এরপর প্রথমে দই, ও টমেটো পিউরি, ও শুকনো লঙ্কা পেস্ট ভালোকরে মিক্সড্ করে নেব।

  4. 4

    পরিমাণমতো নুন,হলুদ ও কাজু পেস্ট দিয়ে নেড়ে নেব (15মিনিট)মতো ঢাকা দিয়ে দেব।

  5. 5

    (15মিনিট) পরে চিকেন টাতে মশলা প্রায় ঢুকে যাবে এইসময় 1চামচ গোটা ধনে ও জিরে পেস্ট দিয়ে চিকেন টা ভালো করে কষে নেব।

  6. 6

    চিকেন কষা হয়ে গেলে 1চামচ কাশ্মিরী রেড চিলি পাউডার,ও 1/2চা চামচ কাশুরি মেথি দিয়ে পরিমান মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব 20মিনিট।

  7. 7

    20মিনিট পর ঢাকনা খুলে 1/2চা চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে নেব।

  8. 8

    এখন কুকিং কমপ্লিট। এরপর সার্ভিং বোওল এ ঢেলে বাটার কিউব উপরে দিয়ে দেব।

  9. 9

    এখন সার্ভ করার জন‍্য রেডি স্পাইসি চিকেন বাটার গ্রেভি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes