খাসির মাংসের ঝোল (Khasir mangsher jhol recipe in Bngali)

Aparna Pal
Aparna Pal @cook_30912441

#pb1
#week1
ভাত প্রিয় বাঙালির কাছে খাসির মাংসের ঝোল একটি দারুন রেসিপি ।।রবিবারের দুপুর টা যেন খাসির মাংস ছাড়া জমে না।

খাসির মাংসের ঝোল (Khasir mangsher jhol recipe in Bngali)

#pb1
#week1
ভাত প্রিয় বাঙালির কাছে খাসির মাংসের ঝোল একটি দারুন রেসিপি ।।রবিবারের দুপুর টা যেন খাসির মাংস ছাড়া জমে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৫ জন
  1. ১ কেজিখাসির মাংস
  2. ২-৩ টি মাঝারি সাইজের পেয়াঁজ (কুচানো)
  3. ২ টেবিল চামচ আদা বাটা
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ২টিলবঙ্গ
  6. ২টিএলাচ
  7. ১ টুকরোদারচিনি (ছোট)
  8. ২টিতেজপাতা
  9. ২টিশুকনো লঙ্কা
  10. ২টিকাঁচা লঙ্কা
  11. ১৫০গ্রামসরষের তেল
  12. ২ টেবিল চামচ জিরে বাটা
  13. ১ টেবিল চামচ ধনে বাটা
  14. ২ -৩ টিটমেটো (কুচানো)
  15. ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়া
  16. ১ টেবিল চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো
  17. স্বাদ মতো নুন
  18. প্রয়োজন মতোধনে পাতা কুচি
  19. ১চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে মাংস টি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে তেলে গোটা গরম মসলা (দারচিনি,লবঙ্গ, এলাচ) তেজপাতা,শুকনো লঙ্কা একে একে ফোরন দিতে হবে ।

  3. 3

    তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা,হলুদ দিয়ে কম আঁচে ২-৩ মিনিট কষাতে হবে ।

  4. 4

    এবার মশলার মধ্যে মাংস গুলি দিয়ে ভালো করে কষাতে হবে । মসলা থেকে তেল উঠলে বুঝতে হবে কষানো হয়ে গেছে তারপর প্রয়োজন মত গরম জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়াইতে মশলা লেগে না থাকে ।

  5. 5

    প্রেসার কুকারে মাংস সেদ্ধ করতে দিতে হবে ও কম আঁচে ২ টি সিটি দিতে হবে। স্টিম সম্পূর্ন বেরিয়ে গেলে তবে কুকার খুলতে হবে।

  6. 6

    ঢাকনা খুলে গরম মসলা গুঁড়া ছড়িয়ে ১-২ মিনিট ফুটিয়ে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি খাসির মাংসের ঝোল।

  7. 7

    এবার গরম ভাতের সাথে পরিবেশন করলেই হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparna Pal
Aparna Pal @cook_30912441

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes