চিকেন ক্যাটারপিলার সামোসা(Chicken caterpiller samosa recipe in bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

#PBR
প্রিয় বন্ধুর রান্নাঘরের জন্য আমি এই রেসিপিটি করলাম।

চিকেন ক্যাটারপিলার সামোসা(Chicken caterpiller samosa recipe in bengali)

#PBR
প্রিয় বন্ধুর রান্নাঘরের জন্য আমি এই রেসিপিটি করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম চিকেন কিমা
  2. ২ টিপেঁয়াজ কুচি
  3. ১ টি বড় আলু সিদ্ধ
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. প্রয়োজন অনুযায়ী গরম মশলার গুঁড়ো
  7. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  8. ১.৫কাপ ময়দা
  9. ১.৫কাপ আটা
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  13. প্রয়োজন অনুযায়ী ক্যাপ্সিকাম কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পেঁয়াজ টাকে একটু সাদা তেলে হালকা করে ভেজে তারমধ্যে চিকেন কিমা গুলোকে দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে আদা বাটা, রসুন বাটা, জিরেগুঁড়ো, ক্যাপ্সিকাম কুচি ও গরম মসলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে সিদ্ধ আলুটাকে দিয়ে একটু মাখো মাখো পুর তৈরি করে নিতে হবে।

  2. 2

    আটা-ময়দা সাদা তেল,লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে ভাল করে মেখে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে গোল গোল রুটির মতন বেলে এক সাইডে চিকেন টাকে ঢেলে যেভাবে ছবিতে দেখানো আছে সেভাবে কেটে মুড়িয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে বেশি করে সাদা তেল নিয়ে মিডিয়াম থেকে কম আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাটারপিলার সামোসা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes