গোয়ানীজ মাংস (Goanese mangsho recipe in Bengali)

Sraboni Sett
Sraboni Sett @cook_30976107

#শাড়িকাহন
#কুকপ্যাড #Sarekahon
গোয়ানীজ মাংস অত্যন্ত সুস্বাদু একটা মাংসের পদ । এই পদ দুই ধরনের মাংস দিয়েই করা সম্ভব তবে মুরগির মাংস দিয়ে করলে অনেকে ই বেশি পছন্দ করেন । আমি যখন গোয়া গিয়েছিলাম সেখানে ওদের এটা একটা খুব ট্রাডিশনাল বা ঐতিহ্যবাহী পদ হিসাবে স্বাদ গ্রহন করেছিলাম । অত্যন্ত সুস্বাদু ছিলো । তবে আমি সেই স্বাদ উপলব্ধি করে কলকাতায় বানিয়েছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিলো। আমার অনুরোধ রইল এতো সহজে করা সম্ভব এমন রেসিপি সকলে বাড়িতে রান্না করুন । মিষ্টি ও ঝাল এর স্বাদ নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন । তবে এই পদ একটু মিষ্টি জাতীয় হলেও ঝালের অনুভব হয় ।

গোয়ানীজ মাংস (Goanese mangsho recipe in Bengali)

#শাড়িকাহন
#কুকপ্যাড #Sarekahon
গোয়ানীজ মাংস অত্যন্ত সুস্বাদু একটা মাংসের পদ । এই পদ দুই ধরনের মাংস দিয়েই করা সম্ভব তবে মুরগির মাংস দিয়ে করলে অনেকে ই বেশি পছন্দ করেন । আমি যখন গোয়া গিয়েছিলাম সেখানে ওদের এটা একটা খুব ট্রাডিশনাল বা ঐতিহ্যবাহী পদ হিসাবে স্বাদ গ্রহন করেছিলাম । অত্যন্ত সুস্বাদু ছিলো । তবে আমি সেই স্বাদ উপলব্ধি করে কলকাতায় বানিয়েছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিলো। আমার অনুরোধ রইল এতো সহজে করা সম্ভব এমন রেসিপি সকলে বাড়িতে রান্না করুন । মিষ্টি ও ঝাল এর স্বাদ নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন । তবে এই পদ একটু মিষ্টি জাতীয় হলেও ঝালের অনুভব হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টার
তিন জন
  1. ৫০০গ্রাম মুরগির মাংস :
  2. ১ টি বড় নারকেল
  3. ৪ টি বড় পেঁয়াজ
  4. ১ টা মাঝারি রসুন
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
  7. পরিমাণ মতসাদা তেল সানফ্লাওয়ার ওয়েল
  8. স্বাদ অনুযায়ীলবণ
  9. ১ চিমটি হলুদ (ইচ্ছে হলে না দিতে ও পারেন)
  10. ১ টেবিল চামচ চিনি (মিষ্টি কম খেতে চাইলে কম দেবেন)
  11. ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  12. পরিমাণ মতগরম মশলা গোটা এবং গুঁড়ো
  13. ২ টো তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টার
  1. 1

    পদ্ধতি : প্রথমে মুরগির কে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে ।
    তারপর নারকেল থেকে গাঢ় দুধ বার করে রাখতে হবে কারন এই মাংসের পদ টিতে একটু ও জলের ব্যবহার হবে না সম্পূর্ণ নারকেল এর দুধে ই হবে । নারকেল এর দুধ বার করার জন্য নারকেল কুঁড়ে নিয়ে সেটাকে ভালো করে বেটে নিতে হবে । এবার হালকা গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে, পরিষ্কার ছাকনী করে নারকেলের দুধ ছেকে নিতে হবে ।... অন্তত বড়ো কাপের এক কাপ ভর্তি গাঢ় নারকেল এর দুধ বার করতে হবে।

  2. 2

    এবার পেঁয়াজ এবং রসুন এর অর্ধেক টা মিহি করে কুচিয়ে নিতে হবে এবং বাকি অর্ধেক টা বাটা চাই । আদা ও বেটে রাখতে হবে ।

  3. 3

    কড়া গরম হলে তেল দিয়ে আগুনের আঁচ মিডিয়াম করে দিয়ে তাতে প্রথমে তেজ পাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, এবার তাতে কুঁচোনো পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে হবে খুব ভাল করে ভাজা ভাজা হতে থাকলে তাতে এবার পেঁয়াজ রসুন বাটা ও আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে কষতে হবে। একটু কষা পর মাংস দিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে হবে এবং ভালো করে কষতে হবে। ভালো করে কষার উপরে ই স্বাদ নির্ভর করছে । এবার কষা মাংসের উপরে স্বাদমতো লবণ,চিনি,এক চিমটি হলুদ দিয়ে কষতে হবে কম আঁচে। তেল ছাড়া ছাড়া হয়ে এলে ওতে নারকেল এর দুধ দিতে হবে ।

  4. 4

    নারকেল এর দুধ দিয়ে ফুটতে আরম্ভ করলে কড়াতে চাপা দিন কম আঁচে অথবা প্রেসার কুকারে একটা সিটি দিন । এবার একদম গায় লাগা লাগা হলে উপরে গরম মশলা ও ধনেপাতা কুচোনো ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম । 🌿🌼💕

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sraboni Sett
Sraboni Sett @cook_30976107

মন্তব্যগুলি (3)

Similar Recipes