চিকেন পিজ্জা (chicken pizza recipe in Bengali)

Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর

বন্ধুর সাথে ভাগ করে খাবার আনন্দই আলাদা।
#fd
#week4

চিকেন পিজ্জা (chicken pizza recipe in Bengali)

বন্ধুর সাথে ভাগ করে খাবার আনন্দই আলাদা।
#fd
#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
  1. ১চা চামচড্রাই ইস্ট
  2. ২কাপময়দা
  3. ২৫০গ্রামচিকেন হার ছাড়া
  4. ১ চা চামচ চিনি
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ২ টেবিল চামচসাদা তেল
  7. ২ টেবিল চামচপিৎজা পাস্তার সস্
  8. প্রয়োজন মতক্যাপ্সিকাম কিউব
  9. পরিমান মতোপেঁয়াজ কিউব
  10. প্রয়োজন মতসবুজ অলিভ
  11. ১ চা চামচ অরেগানো
  12. পরিমাণ মতোটমেটো রিং
  13. ৩ টে ছিজ কিউব গ্রেট করা
  14. ১চা চামচরসুন বাটা
  15. ১কাপগরম জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে গরম জলে ইস্ট আর চিনি দিয়ে গুলে ০১ মিনিট রাখতে হবে ঢেকে। ওপরে ফেনা উঠলে বুঝতে হবে এক্টিভ হয়ে গেছে।

  2. 2

    ময়দার মধ্যে নুন মিশিয়ে তার পর এই ইস্ট মেলানো জল দিয়ে ভালো করে মাখতে হবে। প্রয়োজনে আরো গরম জল দেওয়া যেতে পারে।

  3. 3

    ময়দার চার দিকে ভালো করে তেল মাখিয়ে ঢেকে রাখতে হবে। ২ ঘণ্টা পর ময়দা ফুলেনপ্রয় দ্বিগুণ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন বড়ো পাত্রে রাখার।

  4. 4

    এবার সামান্য তেল দিয়ে রসুন বাটা দিয়ে তাতে চিকেন কিউব গুলোন্ডিতে হবে। ভালো করে ভেজে নুন, আর সামান্য পিৎজা পেস্তা সস্ দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা তাওয়া ভালো করে গরম করে নিতে হবে। তার পর মাখা ময়দা আরেক বার ভালনকরে মেখে ময়দা ছড়িয়ে রুটির মত বেলে নিতে হবে।

  6. 6

    তাওয়ায় দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটনকরে নিতে ঢাকা দিতে ৫ মিনিট সেঁকে নিতে হবে। তার পর উল্টে গ্যাস আসতে করে ওই রুটির সেঁকে নেওয়া দিকে পিটজা পেস্তা সস্ মাখিয়ে অর্ধেক চিজ ছড়িয়ে পেয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো, চিকেন, অলিভ সব সাজিয়ে দিয়ে ওপরে বাকি চিজ আর অরিগ্যানো দিয়ে ঢেকে একদম লো ফ্লামে e ২০ মিনিট রান্না হতে দিতে হবে।

  7. 7

    তার পর গরম গরম সার্ভ করুন চিকেন পিৎজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর
সুস্থ থাকুক সব মায়ের সন্তান
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes