চিজি চিকেন পিজ্জা (cheesy chicken pizza recipe in Bengali)

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

চিজি চিকেন পিজ্জা (cheesy chicken pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা
দুই জন
  1. 1.5 কাপ ময়দা
  2. স্বাদমত নুন
  3. 1/2 চা চামচ বেকিং সোডা
  4. 1/2 কাপটক দই
  5. 1/2 কাপসরু করে কাটা ক্যাপ্সিকাম
  6. 1 টি পেঁয়াজ সরু করে কাটা
  7. 2টেবিল চামচগ্ৰেটেড চিজ
  8. 1টেবিল চামচ অরিগানো
  9. 1টেবিল চামচ চিলি ফ্লেক্স
  10. 1চা চামচ সাদা তেল
  11. 1/2 কাপছোট করে কাটা চিকেন
  12. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. 1/2 চা চামচআদা বাটা
  14. 1/2 চা চামচরসুন বাটা
  15. 3টেবিল চামচ পিৎজা সস

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা
  1. 1

    ময়দা টকদই, নুন, বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।অনেকক্ষন রাখতে হবে।

  2. 2

    চিকেনের পিস নুন,গোলমরিচের গুঁড়ো,আদাবাটা, রসুন বাটা দিয়ে মেখে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে চিকেনের পিস গুলো হালকা আঁচে ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    ময়দার ডো থেকে লেচি কেটে হাত দিয়ে গোল করতে হবে।ধারটা একটু উঁচু রাখতে হবে।কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিতে হবে।পিৎজা সস মাখাতে হবে।ক্যাপ্সিকাম ও পেঁয়াজ দিয়ে সাজাতে হবে।চিকেনের পিস গুলো দিতে হবে।ননস্টিক তাওয়াতে বসাতে হবে।চিলি ফ্লেক্স ও অরিগেনো দিতে হবে।গ্ৰেটেড চিজ দিতে হবে।

  5. 5

    কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে চিজি চিকেন পিৎজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

Similar Recipes