ধোকলা (dhokla recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

#goldenapron2
পোস্ট 1
স্টেট গুজরাট
গুজরাট এর খুব জনপ্রিয় বিখ্যাত রান্না এটি।

ধোকলা (dhokla recipe in Bengali)

#goldenapron2
পোস্ট 1
স্টেট গুজরাট
গুজরাট এর খুব জনপ্রিয় বিখ্যাত রান্না এটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25মিনিট
৩জন
  1. ৩ কাপ বেসন
  2. স্বাদ মতোনুন
  3. ৩টেবিল চামচ সাদা তেল
  4. ১/২কাপ টক দই
  5. ৫টি কাঁচালঙ্কা
  6. ২টেবিল চামচ চিনি
  7. ১কাপ কারি পাতা
  8. ২টেবিল চামচগোটা সর্ষে
  9. ১টেবিল চামচ বেকিং পাউডার
  10. ১/২মালা নারকেল
  11. ১চিমটি হিং
  12. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১টেবিল চামচ ইনো

রান্নার নির্দেশ সমূহ

25মিনিট
  1. 1

    ধোকলা বানাতে যা যা উপকরণ লাগবে সব এক সাথে গুছিয়ে নিলাম।২টো লঙ্কা আলাদা ভাবে বেটে নিলাম।নারকেল কুরিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে এক এক করে বেসন,টক দই,নুন,চিনি দিলাম।

  3. 3

    তারপর হলুদ গুঁড়ো, বেটে রাখা লঙ্কা,সাদা তেলও দিতে হবে।

  4. 4

    বেকিং পাউডার,ইনো সাথে অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ডার এর সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে।এই মিশ্রণটি 15মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    তারপর মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে তেল ব্রাশ করে বেসন এর মিশ্রন টা ঢেলে দিতে হবে,তারপর মাইক্রোওভেন এ সর্বোচ্চ টেম্পারেচার এ ৫ মিনিট দিতে হবে।ঠান্ডা করে নিজের পছন্দ মতো করে কেটে নিতে হবে।

  6. 6

    এবার ধোকলার ফোঁড়নের জন্য প্যান এ তেল গরম করে গোটা সর্ষে দিয়ে ২সেকেন্ড নাড়াচাড়া করলে আর সর্ষে চড়চড় করলে কারি পাতা,নুন,চিনি দিতে হবে।

  7. 7

    তারপর বাকি 3টি কাঁচালঙ্কা দুফাক করে কাটা সেটা দিতে হবে,সাথে নুন,হিং দিয়ে 3 সেকেন্ড নাড়া চাড়া করতে হবে।

  8. 8

    অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে হবে কারি পাতা।তৈরি ঝাল মিষ্টি ফোঁড়ন এবার ধোকলা প্লেটে এ রেখে তার ওপর এই ফোড়ন আর নারকেল কোরা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes