কচুম্বর স্যালাড (kachumber salad recipe in Bengali)

Somashree Bose
Somashree Bose @cook_27059734

#LB

কচুম্বর স্যালাড (kachumber salad recipe in Bengali)

#LB

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিটস
4 জন
  1. 2 টিমাঝারি শসা
  2. 1 টিমাঝারি টমেটো
  3. 1 টিমাঝারি পেঁয়াজ
  4. 2টেবিল চামচ ধনে পাতা কুচি
  5. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  6. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1টেবিল চামচ সর্ষের তেল
  8. 2 চা চামচলেবুর রস
  9. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিটস
  1. 1

    প্রথমে শসা, পেঁয়াজ আর টোম্যাটো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কুচি করে নিন

  2. 2

    ড্রেসিং
    ড্রেসিং এর জন্য একটা ছোটো বোল নিয়ে তাঁর মধ্য একে একে সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটা বড়ো মিক্সিং বোল নিতে হবে। এর মধ্যে কেটে রাখা সবজি গুলো দিতে হবে। এর মধ্যে তৈরী করে রাখা স্যালাড ড্রেসিং টা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরী হয় যাবে আমাদের কচুম্বর স্যালাড। আমার বাড়িতে রবিবার এর মাংস ভাত এর সঙ্গী। আপনি ও করে দেখুন।
    #LB

  4. 4

    বি. দ্র.
    আমি স্যালাড ড্রেসিং এ সর্ষের তেল ব্যবহার করেছি কারণ আমার সর্ষের ঝাঁজ ভালো লাগে এ রকম স্যালাডে । যদি কারুর সেটা ভালো না লাগে তাহলে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। লঙ্কা আর গোলমরিচ এর পরিমান আপনারা নিজেরদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। প্রয়োজন হলে গোটা কাঁচা লঙ্কা গার্নিশ এর জন্য ব্যবহার করতে পারেন দরকার মতো নিয়ে খেতে পারবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Somashree Bose
Somashree Bose @cook_27059734
আমি একজন সোশ্যাল ওয়ার্কার।আগে বাচ্ছাদের নিয়ে কাজ করতাম ngo তে। এখন একজন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছি।আমার বাড়িতে আমার মা, দিদিমা, মাসিরা, আমার কাকিমা, আমার শাশুড়িমা সর্বোপরি আমার স্বামী ভীষণ ভালো রান্না করেন। আর আমার মন খারাপ দূর করার ওষুধ হলো রান্না বান্না। আমি নিজে খুব ভালোবাসি খেতে এবং খাওয়াতে।আমি নিজের কাজের জন্য আগে গ্রামে ছিলাম বহু বছর। খুব ভালো লাগতো ওদের সাদামাটা উপকরণ দিয়ে খুব সুস্বাদু রান্না গুলো। আমাদের রান্না ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে অপূর্ব সব খাওয়ার খাওয়াতো ওরা।
আরও পড়ুন

Similar Recipes