ডাল তরকা (dal tarka recipe in Bengali)

Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

ডাল তরকা (dal tarka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪-৫জন
  1. ২০০গ্ৰাম সেদ্ধ করা তরকার ডাল
  2. ২টো পেঁয়াজ কুচি
  3. ২টো টমেটো কুচি
  4. ২টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা
  5. ১+১চা চামচ গোটা জিরে
  6. ১টা তেজপাতা
  7. ১ চা চামচ তরকা মশলা
  8. ৪টে কাঁচা লঙ্কা কুচি (ঐচ্ছিকl)
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১/২+১/২ +১/২চা চামচ জিরে,ধনে ও শুকনো লঙ্কা গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ীতেল
  12. ২টেবিল চামচ ঘি
  13. ৫-৬টা রসুন কুচি
  14. ১/২ চা চামচকসুরি মেথি
  15. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  16. স্বাদ মতনুন মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    তেল গরম করে ১ চামচ জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা ও টমেটো দিয়ে কষাতে হবে। কাঁচা লঙ্কা কুচি মেশাতে হবে।

  2. 2

    তেল ছেড়ে এলে সেদ্ধ ডালটা দিয়ে মিশিয়ে সামান্য জল,কসুরি মেথি ও ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে। নুন মিষ্টি স্বাদ মতো দিতে হবে।

  3. 3

    অন্য একটা পাত্রে ঘি গরম করে বাকি জিরে ও রসুন কুচি ভেজে নিয়ে ঐ ডালে মিশিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Dutta De
Suparna Dutta De @Suparna_27

Similar Recipes