সুজির মোহনভোগ (sujir mohanbhog recipe in bangali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#JM
গোপালের ছাপ্পান্নো ভোগের মধ্যে থেকে আমি গোপালের একটা প্রিয় খাবার মোহনভোগ তৈরি করেছি।

সুজির মোহনভোগ (sujir mohanbhog recipe in bangali)

#JM
গোপালের ছাপ্পান্নো ভোগের মধ্যে থেকে আমি গোপালের একটা প্রিয় খাবার মোহনভোগ তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ সুজি
  2. ১/২ কাপ ড্রাই ফ্রুট
  3. ১/৪ কাপ ঘি
  4. ১//৪ কাপ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গ্যাস চালু করে কড়াই বসিয়ে অল্প ঘি দিয়ে ড্রাই ফ্রুট গুলো ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর ওর মধ্যে সুজি দিয়ে ওর বাকি ঘি দিয়ে মিডিয়াম আচেঁ ভাল করে ভেজে নিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে দুধ ও চিনি দিয়ে অনবরত নাড়তে হবে সুকনো হওয়া পর্যন্ত। তারপর ওর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুট আধা দিয়ে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes