সুজির মোহনভোগ ও মিষ্টি(sujir mohonvhog misti recipe in bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
মোহনভোগ জন্মাষ্টমীর ৫৬ ভোগের মধ্যে একটা পদ। আমি সুজি আর নারকেল কোরা দিয়ে মোহনভোগ আর মিষ্টি তৈরি করেছি।দেখতেও আকর্ষণীয় আর খেতেও অসাধারণ।

সুজির মোহনভোগ ও মিষ্টি(sujir mohonvhog misti recipe in bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী
মোহনভোগ জন্মাষ্টমীর ৫৬ ভোগের মধ্যে একটা পদ। আমি সুজি আর নারকেল কোরা দিয়ে মোহনভোগ আর মিষ্টি তৈরি করেছি।দেখতেও আকর্ষণীয় আর খেতেও অসাধারণ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ কাপ সুজি
  2. ১ কাপ দুধ
  3. ১/২ কাপ ডেসিকেটেড ককোনাট পাউডার
  4. স্বাদ অনুযায়ী চিনি
  5. ২ টা তেজপাতা
  6. ২ টা ছোট এলাচ
  7. ২ টেবিল চামচ ঘি
  8. ২ ফোঁটা লাল ফুড কালার
  9. পরিমাণ মতো ড্রাই ফ্রুটস ও চেরি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সুজি,ডেসিকেটেড কোকোনাট পাউডার শুকনো খোলায় হালকা ভেজে নিতে হবে।এখন এর মধ্যে তেজপাতা,ছোট এলাচ আর অল্প অল্প করে দুধ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো ভাবে ফুটিয়ে নিতে হবে।

  2. 2

    সুজি ঘন হয়ে আসলে এর মধ্যে ঘি আর ড্রাই ফ্রুটস মিশিয়ে নিলেই তৈরি মোহনভোগ। কিছুটা মোহনভোগের ওপর দিয়ে ড্রাই ফ্রুটস ছড়িয়ে আর চেরি দিয়ে আমি গোপালকে ভোগে নিবেদন করেছি আর বাকিটা দিয়ে মিষ্টি বানিয়েছি।

  3. 3

    বাকি মোহনভোগেকে আমি দুভাগে ভাগ করে এক ভাগের সঙ্গে লাল ফুড কালার মিশিয়ে আর আরেক ভাগ সাদা রেখে দুটো মন্ড তৈরি করেছি।এখন হাতে ঘি লাগিয়ে, দুটো মন্ড থেকে অল্প করে সুজি নিয়ে,একসাথে হাতের মধ্যে নিয়ে বল বানিয়ে একটু চ্যাপটা করে মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টির দুপাশে ককোনাট পাউডার লাগিয়ে আর চেরির টুকরো দিয়ে সাজিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

Similar Recipes