লাউ শুক্তো (Lao shukto recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

#sarekahon
shukto
lau

লাউ শুক্তো (Lao shukto recipe in Bengali)

#sarekahon
shukto
lau

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কিলোলাউ
  2. ১ কাপদুধ
  3. স্বাদমতোনুন,চিনি,তেল
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  6. ১ টেবিল চামচমেথি
  7. ২ টি শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    লাউ টাকে কুচি করে নিতে হবে। কদ্দুকস ও করে নেওয়া যায়।

  2. 2

    মেথি দানা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এটা তেতো করার জন্য।কম বেশি করা যায়।

  3. 3

    করাই তে একচামোচ সাদা তেল দিয়ে গরম করে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদাবাটা লাউ দিয়ে দিতে হবে,

  4. 4

    নুন, চিনি(ইছেনুজাই) দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে,লাউ সেদ্ধ হওয়া অবধি।

  5. 5

    এরপর মেথি গুঁড়ো,আর দুধ দিয়ে ২-৩ মিনিট আরো রান্না করে নামিয়ে নিতে হবে।
    বেশি পাতলা করতে চাইলে জলের বদলে দুধ দিলে ভালো হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes