লাউ শুক্তো(lau shukto recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#ফেব্রুয়ারি৩

লাউ শুক্তো(lau shukto recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
  1. ১ টা ছোট লাউ টুকরো করে কাটা
  2. ১চা চামচআদা বাটা
  3. ১ চা চামচ সর্ষে বাটা
  4. ১/২ কাপদুধ
  5. স্বাদ মতনুন
  6. ২ চা চামচচিনি
  7. ২ টেবিল চামচসাদা তেল
  8. ২ টেবিল চামচ বড়া ভাজা র জন্য তেল
  9. ২ মুঠোবেসন
  10. ২ চা চামচপোস্ত
  11. ২ চা চামচঘি
  12. ২ টো তেজপাতা
  13. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য মেথি সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    সব উপকরণ একসঙ্গে জোগাড় করে নিলাম।

  2. 2

    লাউ টা ভাপিয়ে রাখতে হবে।

  3. 3

    বেসন এ নুন,চিনি, পোস্ত, গড়ম তেল এই সব মিলিয়ে জল দিয়ে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার এর থেকে ছোট ছোট বড়া বানিয়ে নিতে হবে।

  5. 5

    গড়ম তেলে মেথি ফোরন দিয়ে নারাচার করে কালো হলে তুলে ফেলে দিতে হবে। এতে গন্ধ টা হবে,বেশি তেতো হবে না।

  6. 6

    আবার ঔ তেলেই তেজপাতা ও শর্ষে ফোরণ দিতে হবে।

  7. 7

    শর্ষে ফুটলে লাউ টা দিয়ে দিতে হবে।

  8. 8

    বড়া গুলো দিয়ে দিতে হবে। নুন, মিষ্টি দিয়ে দুধ টা ঢেলে দিতে হবে।

  9. 9

    ফুটে উঠলে তাতে ঐ শর্ষে বাটা, আদা বাটা, ঘি,এগুলো একটা বাটিতে মিশিয়ে ঢেলে দিতে হবে।

  10. 10

    এবার রেডি লাউ এর শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes