পটল পোস্ত (Potol Posto recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

পটল পোস্ত (Potol Posto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪ জনের জন্য
  1. ৫০০ গ্রাম পটল (মাঝখান দিয়ে লম্বালম্বি দুভাগ করে কাটা)
  2. ২টি বড় আলু (লম্বা করে কাটা)
  3. ৬-৭টি কাঁচা লঙ্কা
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ৫ টেবিল চামচ পোস্ত বাটা
  7. স্বাদ অনুযায়ীলবণ
  8. পরিমাণ অনুযায়ীসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পটল খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে কেটে নিয়ে, সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কাঁচালঙ্কার সাথে পোস্ত বেটে নিতে হবে।

  3. 3

    এবার লম্বালম্বি করে কেটে রাখা আলু গুলি সরষের তেলে ভেজে নিয়ে ওর মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়ো ও লবণ মিশিয়ে আন্দাজমতো জল, পোস্ত বাটা ও পটলগুলি
    দিয়ে পোনেরো মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। পোনেরো মিনিট পর ঢাকা খুলে পটল ও আলু সিদ্ধ হয়ে এলে চারটি চেরা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে নারাচারা করে জল শুকিয়ে এলে গ্যাস অফ করে দিতে হবে।

  4. 4

    এবার তৈরি পটল পোস্ত গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes