পটল পোস্ত (Potol Posto recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#ebook6
#week10
eBook রেসিপি চ্যালেঞ্জে বানালাম বাঙালির প্রিয় পটল পোস্ত। গরম গরম সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।

পটল পোস্ত (Potol Posto recipe in Bengali)

#ebook6
#week10
eBook রেসিপি চ্যালেঞ্জে বানালাম বাঙালির প্রিয় পটল পোস্ত। গরম গরম সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ৪টিপটল
  2. ৪ চা চামচ পোস্ত বাটা
  3. ১চা চামচআদা ও কাঁচা লঙ্কা বাটা
  4. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. ১চা চামচজিরে গুঁড়ো
  6. ১/২চা চামচকালো জিরে
  7. স্বাদ মতনুন
  8. ১/৪চা চামচচিনি
  9. ২ টেবিল চামচসর্ষে তেল
  10. ৩/৪কাপজল
  11. ২ টি/ স্বাদ মতসাজাবার জন্য ও ফোড়ন এর জন্য কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    পটল এর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নুন মেখে কড়ার তেলে পটল গুলো হাল্কা লাল করে ভেজে নিয়ে কড়া থেকে বের করে রাখতে হবে। এই কাজ টি ২/৩ মিনিটের মধ্যে হয়ে যাবে।

  2. 2

    কড়া তে বাঁচা তেল গরম করে কাঁচা লঙ্কা ও কলো জিরে ফোড়ন দিতে হবে ৩০ সেকেন্ডের জন্য। কড়ার ফোড়ন এ আদা কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মসলা, চিনি ও নুন যোগ করে কম আঁচে মসলা কষিয়ে নিতে হবে ৩০ সেকেণ্ড এর জন্য। ১ টেবিল চামচ জল মিশিয়ে নাড়িয়ে পোস্ত বাটা যোগ করতে হবে। ১ মিনিট নাড়িয়ে নিতে হবে

  3. 3

    এবার হাল্কা করে পটল ভাজা কড়ার পোস্ত ও মসলা কষানো তে মেশাতে হবে। ১ মিনিট কষিয়ে ৩/৪কাপ - ১ টেবিল চামচ জল মিশিয়ে ৮/১০ মিনিট প্রথমে চড়া আঁচে ৩ মিনিট রেখে ফুটে উঠলে আঁচ কমিয়ে ৫/৭ মিনিট ঢেকে রান্না করতে হবে। গ্যাস বন্ধ করে পরিবেশণ পাত্রে পরিবেশণ করতে হবে ওপর থেকে কাঁচা লঙ্কা সাজিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes