সবজির সিঙারা।

Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

#happy

সিঙারা আমার ভীষণ প্রিয়,এটিকে হেলদি ভাবে তৈরী করতে আমি ব‍্যবহার করেছি সবজি।আশাকরি সবার ভালো লাগবে।

সবজির সিঙারা।

#happy

সিঙারা আমার ভীষণ প্রিয়,এটিকে হেলদি ভাবে তৈরী করতে আমি ব‍্যবহার করেছি সবজি।আশাকরি সবার ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট।
৬ জনের জন্যে।
  1. ২ কাপ-ময়দা।
  2. ২টি-আলু।
  3. ১ টেবিল চামচ-পেয়াজকুচি।
  4. ১ টেবিল চামচ-চিনাবাদাম।
  5. স্বাদমতো-লবণ।
  6. ১/২ চা চামচ-মরিচগুড়া।
  7. ১ চিমটি-হলুদগুড়া।
  8. ১/২ চা চামচ-ধনেগুড়া।
  9. ১/২ চা চামচ-জিরাগুড়া।
  10. ১ চা চামচ-কর্ণফ্লাওয়ার।
  11. ১ চিমটি-কালোজিরা।
  12. পরিমাণ মতো-সয়াবিন তেল(ভাজার জন্যে)

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট।
  1. 1

    প্রথমে ময়দা সামান‍্য পানি,লবণ ও একটু তেল দিয়ে ডো বানিয়ে নিতে হব।এরপর ডোর উপরে কালোজিরা ছিটিয়ে দিতে হবে।আলু ছিলে টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    গাজর ও টুকরো করে কেটে নিতে হবে।চাইলে সিঙ্গাড়ায় অন‍্য সবজিও দিতে পারেন।

  3. 3

    একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ভাজুন,এরপর এতে হলুদগুড়া,মরিচ গুড়া,ধনে গুড়া,জিরাগুড়া,নুন ও একটু পানি দিতে হবে।এরপর এতে আলুর টুকরো,গাজরের টুকরো ও চিনাবাদাম দিয়ে নাড়তে হবে ১৫ মিনিট।

  4. 4

    সব সিদ্ধ হলে নামিয়ে নিন।এরপর ডো দিয়ে রুটির মতো বেলে নিতে হবে।ভেতরে রান্না করা পুর দিয়ে সিঙ্গাড়ার আকারে বানিয়ে নিন।

  5. 5

    কড়াইতে ডুবো তেল গরম করে সিঙারাগুলো মুচমুচে করে ভেজে তুলুন।ব‍্যাস মজাদার সবজির সিঙারা তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

মন্তব্যগুলি

Similar Recipes