ভ্যানিলা কেক উইথ হোয়াইট আ্যন্ড ইয়োলো ক্রীম(Vanilla Cake with White and Yellow cream recipe in Ben)

Santanu Joddar
Santanu Joddar @S_1234567

ভ্যানিলা কেক উইথ হোয়াইট আ্যন্ড ইয়োলো ক্রীম(Vanilla Cake with White and Yellow cream recipe in Ben)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ২০মিনিট।
৪ জন।
  1. ১ কাপ সাদা চিনি
  2. ২ কাপ মাখন
  3. ৩ টি ডিম।
  4. ২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  5. ১/২ কাপ ময়দা (চেলে নেওয়া)
  6. ১/২ কাপ বেকিং পাউডার
  7. ১/২ কাপ দুধ
  8. ২ চিমটে বেকিং সোডা
  9. ১চিমটে নুন
  10. প্রয়োজন মতফ্রেস ক্রিম
  11. ১ চা চামচ হলুদ
  12. প্রয়োজন মতসাদা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ২০মিনিট।
  1. 1

    প্রথমে মাইক্রোওয়েভ ওভেন ফ্রিহিট করে নিতে হবে।

  2. 2

    এরপর একটা পাত্রে ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ৪ মিনিট ‌

  3. 3

    এরপর মাখন ও চিনি দিয়ে ৩ মিনিট পর্যন্ত মেশাতে হবে।

  4. 4

    আরেকটি পাত্রে ময়দা ‍, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন ভালোভাবে মিশিয়ে তারমধ্যে দুধ দিয়ে স্প্যাচুলার সাহায্য নিয়ে নরম ভাবে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কেকের পাত্রকে গ্রীস করে মাখন পেপার কেকের ব্যাটার দিয়ে (৩০মি.)বেক করতে হবে। তৈরি কেক,আমি হলুদ ও সাদা ক্রীম দিয়ে সাজিয়ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Santanu Joddar
Santanu Joddar @S_1234567

Similar Recipes