চিকেন পকোড়া(Chicken pakoda recipe in bengali)

Rina Khan
Rina Khan @Rinajhilthoi

চিকেন পকোড়া(Chicken pakoda recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
5জনের জন্য
  1. 300 গ্রামবোনলেস চিকেন
  2. 1/2 কাপচালের গুঁড়ো
  3. 1/2 কাপবেসন
  4. 1/2 কাপপেঁয়াজ কুচি
  5. 1টেবিল চামচলঙ্কা কুচি
  6. 1/8 কাপধনেপাতা কুচি
  7. 1টেবিল চামচভিনিগার
  8. স্বাদ মতলবণ
  9. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 2 টোডিম
  12. 1টেবিল চামচআদা রসুন বাটা
  13. 1/8 চা চামচ লঙ্কা গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ীপকোড়া ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    চিকেন পিস গুলো ভালো করে ধুয়ে ভিনিগার,আদা রসুন বাটা, লবণ, গোল মরিচ গুঁড়ো, লংকা গুঁড়ো দিয়ে 1ঘন্টার জন্য ম্যারিনেট করে নিতে হবে

  2. 2

    ম্যারিনেট করা চিকেনের সঙ্গে তেল বাদ দিয়ে বাকি সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে।

  3. 3

    কড়ায়ে বেশ খানিকটা তেল গরম করে ওই মিশ্রণ থেকে হাতের সাহায্যে গোল গোল করে চিকেন পকোড়া গুলো ভেজে তুলে নিয়ে গরম গরম টমেটো সস চিলি সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Khan
Rina Khan @Rinajhilthoi

Similar Recipes