চিকেন তন্দুরি (তেল ছাড়া)(chicken tandoori recipe in Bengali)

Debjani Ghosh Mitra
Debjani Ghosh Mitra @Debjani_Mitra

#HETT
#আমার প্রিয় রেসিপি
একজন পুষ্টিবিদ হিসেবে আমি সবসময় চেষ্টা করি তেল ছাড়া হেলদি খাবার রান্না করতে। সেই ভাবনা থেকেই এই রেসিপিটা কথা ভাবি যদিও এই রেসিপিটা সবারই জানা কিন্তু সবাই এটাতে তেল ব্যবহার করে থাকেন কিন্তু আমি এটা সম্পূর্ণ বিনা তেলে বানিয়েছি।

চিকেন তন্দুরি (তেল ছাড়া)(chicken tandoori recipe in Bengali)

#HETT
#আমার প্রিয় রেসিপি
একজন পুষ্টিবিদ হিসেবে আমি সবসময় চেষ্টা করি তেল ছাড়া হেলদি খাবার রান্না করতে। সেই ভাবনা থেকেই এই রেসিপিটা কথা ভাবি যদিও এই রেসিপিটা সবারই জানা কিন্তু সবাই এটাতে তেল ব্যবহার করে থাকেন কিন্তু আমি এটা সম্পূর্ণ বিনা তেলে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

মোট 1 ঘন্টা (মেরিনেশন এর সময় যোগ করে)
2 জন
  1. 2 টোচিকেনের থাই সহ লেগ পিস
  2. 1 +1চা চামচআদা রসুন বাটা
  3. পরিমাণ মতজল ঝরানো ঘরে পাতা টক দই
  4. 1 চা চামচযে কোন কোম্পানির তন্দুরি মসলা এখানে আমি সান কোম্পানি তন্দুরি মসলা ব্যবহার করেছি।
  5. স্বাদ মত নুন
  6. 1 টা পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

মোট 1 ঘন্টা (মেরিনেশন এর সময় যোগ করে)
  1. 1

    থাই সহ মুরগির লেগ পিস গুলোতে ছুরি দিয়ে অল্প অল্প চিরে নিতে হবে।

  2. 2

    এবার সেগুলোতে পাতিলেবুর রস ও নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  3. 3

    তারপর চিকেন গুলোতে জল ঝরানো টক দই ও তন্দুরি মসলা দিয়ে ভাল করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  4. 4

    তারপরে একটি গ্রিল স্ট্যান্ডের উপরে চিকেন গুলোকে রেখে তলায় একটি করায় রেখে মাইক্রোওয়েভ এর ভেতরে দিয়ে মিডিয়াম হিটে আধঘন্টা গ্রীল করতে হবে ।
    বিনা তেলে সুস্বাদু অথচ হেলদি চিকেন তন্দুরি পরিবেশন করুন স্যালাড সহযোগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Ghosh Mitra
Debjani Ghosh Mitra @Debjani_Mitra

মন্তব্যগুলি

Similar Recipes