ফুলকপির সিঙ্গাড়া (fulkopir singara recipe in Bengali)

Tanuja Laha
Tanuja Laha @cook_123405

#tp
#স্ন‍্যাক্স
#baburchihut

ফুলকপির সিঙ্গাড়া (fulkopir singara recipe in Bengali)

#tp
#স্ন‍্যাক্স
#baburchihut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা৩০মিনিট
৪জন
  1. সিঙ্গাড়ার পুরের জন্য
  2. ১টা ফুলকপি
  3. ৪টে আলু
  4. স্বাদমতোনুন
  5. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১চা চামচআদা কুচি
  7. ২টিলঙ্কা কুচি
  8. স্বাদ মতচিনি
  9. ১ চা চামচভাজা জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. ১/৪কাপধনেপাতা কুচি
  12. পরিমাণ মতসাদা তেল
  13. সিঙ্গাড়ার ডো বানানোর জন্য
  14. ৩ কাপ +১ কাপময়দা -আটা
  15. ১/২ চা চামচ জোয়ান
  16. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল
  17. পরিমাণ মতমাখার জন্য জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা৩০মিনিট
  1. 1

    ফুল আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা ঝিরে ফোড়ন দিয়ে তাতে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে তাতে টুকরো করে রাখা আলু ফুলকপি দিয়ে স্বাদ মতো নুন ও হলুদ নেড়েচেড়ে কম আ‌ঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।কিছুক্ষণ পর ঢাকা খুলে সেদ্ধ হয়ে গেলে আঁচ বাড়িয়ে ভালো করে শুকনো করে থালায় নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি সিঙ্গারার পুর।

  2. 2

    সিঙ্গারার বাইরের আভরণ জন্য ময়দা আটা মিশিয়ে তাতে নুন সামান্য জোয়ান আর সাদা তেল ময়েম দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    তারপর লেচি কেটে নিয়ে লম্বা করে বেলে মাঝখান থেকে কেটে সাইডে জল বুলিয়ে ত্রিকোণ আকারে গড়ে তাতে তৈরি করে রাখা ফুলকপির পুর ভরে মুখ আটকে কড়াইয়ে সাদা তেল গরম করে এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরী ফুলকপির সিঙ্গারা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanuja Laha
Tanuja Laha @cook_123405

Similar Recipes