ছোলার ডাল ভুনা (চcholar dal bhuna recipe in Bengali)

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

ছোলার ডাল ভুনা (চcholar dal bhuna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
3জন
  1. 2 কাপছোলার ডাল
  2. স্বাদ মতনুন
  3. পরিমাণ মতসর্ষে তেল
  4. 1 ইঞ্চি 1 টা দারচিনি
  5. 3 টিএলাচ
  6. 3 টিলবঙ্গ
  7. 1 টিতেজপাতা
  8. 2 টিপেঁয়াজ
  9. 3 কোয়ারসুন
  10. 1টেবিল চামচ রসুন বাটা
  11. 1টেবিল চামচ আদা বাটা
  12. 2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. 1টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  14. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  15. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  16. 2-3 টেশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল 2 বাটি নিয়ে পরিমান মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছি সারা রাত।

  2. 2

    তারপর ছোলার ডাল 1টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ যেনো বেশি না হয় অর্থাৎ হাত দিয়ে ডাল ভাঙলে ভেঙে যাবে কিন্তু গোলে যাবে না।

  3. 3

    কড়াইতে তেল গরম করে এলাচ,লবঙ্গ, দারচিনি, আর তেজপাতা দিয়ে 4সেকেন্ড নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে,পেঁয়াজ এর রঙ পরিবর্তন হলে একে একে আদা,রসুন বাটা দিয়ে কষতে হবে।

  5. 5

    আদা রসুন এর গন্ধ চলে গেলে সব মশলা গুলো দিতে হবে,হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,নুন।

  6. 6

    ভালো করে সব মসলা ভুনা হলে সেদ্ধ করে রাখা ডাল টা ঢেলে দিতে হবে।

  7. 7

    ডাল যতক্ষন হচ্ছে ততক্ষণ আলাদা একটা প্যানে অল্প তেল গরম করে রসুন কুচি,পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করতে হবে,এবার ওই আগের ডাল থেকে এক হাতা ডাল এই প্যানে মিশিয়ে দিতে হবে।

  8. 8

    তারপর বাকি পুরো ডাল টাই প্যানে ঢেলে দিতে হবে,তারপর 5মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি ছোলার ডাল ভুনা।

  9. 9

    তারপর নিজের পছন্দ মতো পরিবেশন করুন,আমি লুচির সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_25778755
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes