চকলেট কেক (chocolate cake recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#KRC7
#week7
আমি ডিম ছাড়া কেক তৈরি করেছি।
কেক খেতে কার না ভাল লাগে। বড় থেকে ছোট সবার প্রিয় । তাই বানিয়ে নিয়েছি চকলেট কেক।

চকলেট কেক (chocolate cake recipe in bengali)

#KRC7
#week7
আমি ডিম ছাড়া কেক তৈরি করেছি।
কেক খেতে কার না ভাল লাগে। বড় থেকে ছোট সবার প্রিয় । তাই বানিয়ে নিয়েছি চকলেট কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ময়দা
  2. 100 গ্রামগুঁড়ো চিনি
  3. 1 কাপকনডেন্স্ড মিল্ক
  4. 6টেবিল চামচ সাদা তেল
  5. 6 চা চামচকোকো পাউডার
  6. 1 চা চামচবেকিং পাউডার
  7. 1/2 চা চামচখাবার সোডা
  8. 1 কাপহুইপিং ক্রিম
  9. ২ টেবিল চামচ ছোট চকলেট

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমৃ কনডেন্সড মিল্ক ও চিনি মিশিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর সাদা তেল দিয়ে আবার ব্লেন্ড করে নিতে হবে। যতক্ষণ না ফুলে উঠছে

  3. 3

    তারপর ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এবং কোকো পাউডার মিশিয়ে ভালো করে চেলে নিতে হবে।

  4. 4

    একটি কেকের পাত্র তেল লাগিয়ে ওভেন 180 ডিগ্রীতে প্রিহিট করুন

  5. 5

    তারপর ময়দা আস্তে আস্তে কনডেন্সড মিল্কের মিশ্রণে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবারে মিশ্রণটি টিনের মধ্যে ঢেলে 40 থেকে 45 মিনিট বেক করতে হবে।

  7. 7

    এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ক্রিম ও চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes