টি কেক(tea cake recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#KRC7
#week7
ডিম ছাড়া কেক খুবই নরম ও সুস্বাদু হয়। চা এর সাথে খেতে ভালো লাগে।

টি কেক(tea cake recipe in bengali)

#KRC7
#week7
ডিম ছাড়া কেক খুবই নরম ও সুস্বাদু হয়। চা এর সাথে খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. 2 কাপময়দা
  2. 1 কাপগুড়ো চিনি
  3. 1/3 কাপঘি
  4. 1/2 কাপটক দই
  5. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  6. 1 চা চামচবেকিং পাউডার
  7. 1/2 চা চামচবেকিং সোডা
  8. 3টেবিল চামচ দুধ
  9. 1/2 চা চামচকোকো পাউডার
  10. 1 চিমটিনুন
  11. 1/2 কাপড্রাই ফ্রুটস(ইচ্ছেমতো)

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে দই, চিনি গুড়ো ও ঘি নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    চিনি মিশে গেলে তাতে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ময়দা, নুন, বেকিং পাউডার ও বেকিং সোডা একটি ছাঁকনিতে নিয়ে ছেলে ভালো করে মেশাতে হবে। প্রয়োজন মতো দুধ ব্যবহার করতে হবে।

  3. 3

    এবার গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে কম আঁচে 5মিনিট গরম করে নিতে হবে।

  4. 4

    কেকের ব্যাটার এ ড্রাই ফ্রুটস্ এ সামান্য ময়দা মাখিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এইদিকে যে পাত্রে কেক করা হবে সেই পাত্রে ঘি ও ময়দা ছড়িয়ে নিয়ে বানিয়ে রাখা কেকের ব্যাটার টা 2 চা চামচ রেখে বাকিটা ঢেলে দিতে হবে।

  6. 6

    2 চা চামচ ব্যাটারে কোকো পাউডার মিশিয়ে কেক টিনে ঢালা ব্যাটারের মাঝে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এবার কেক টিনটি গরম করে নেওয়া কড়াইতে বসিয়ে ঢেকে দিতে হবে।

  8. 8

    40 45 মিনিট মতো কম আঁচে কেক হতে দিতে হবে। এরপর একটি কাঠি দিয়ে ঢুকিয়ে দেখতে হবে কাঠি পরিষ্কার বের হলে গ্যাস বন্ধ করে কেক নামিয়ে ঠাণ্ডা করতে হবে।

  9. 9

    ঠান্ডা হলে ছুড়ির সাহায্যে কেক টিন থেকে কেক বের করে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes