চিকেন কাবাব (chicken kebab recipe in bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus


#KRC9
#Week9
শীতের হিমেল হাওয়ায় মুখরোচক খাবার হলে ভালোই হয়।

চিকেন কাবাব (chicken kebab recipe in bengali)


#KRC9
#Week9
শীতের হিমেল হাওয়ায় মুখরোচক খাবার হলে ভালোই হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২/৩ জন
  1. ৫০০ গ্রাম মুরগির মাংস (ব্রেস্টের অংশ টুকরো করা)
  2. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  3. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  5. 1/2টেবিল চামচ ধনে গুঁড়ো
  6. 1/ 2 চা চামচ গরম মসশলা
  7. ২ টেবিল চামচ টক দই
  8. 1/2 কাপসাদা তেল
  9. 1 কাপজল
  10. ৪ টে কাঁচা লঙ্কা(দুটো কুচিয়ে রাখা)
  11. 1 টা বড় পেয়াঁজ (গোল গোল রিং করে কেটে রাখা)
  12. 1/2 টি স্পুনগোলমরিচ গুঁড়ো
  13. 1/2পাতিলেবু

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    একটা রান্না করা পাত্রে মুরগির মাংস নিয়ে লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, কর্ণফ্লাওয়ার, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়া, আন্দাজ মতো লবণ, টক দই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ৫ ঘণ্টা ঢাকনা বন্ধ করে রেখে দিলাম।

  2. 2

    ৫ ঘণ্টা পর গ্যাস ওভেন জ্বালালাম ও পাত্রটি বসালাম।এক কাপ জল ঢেলে দিলাম। জলটা পুরো শুকিয়ে নিলাম, মাংস সিদ্ধ করে নিলাম।

  3. 3

    এবার একটা ফ্রাইং প্যান গ্যাস ওভেন- এ বসিয়ে তেল ঢেলে দিলাম। সিদ্ধ মাংস গুলি ফ্রাই করে তুলে নিলাম। পুরোটা তৈরি করতে হবে ধিমি আঁচে ।আমার কাবাব প্রস্তুত।

  4. 4

    এবার গোলমরিচ গুঁড়ো মিশিয়ে, কাঁচা লঙ্কা দুটো ও কাঁচা লঙ্কা কুচি, গোল গোল রিং করে কাটা পেয়াঁজ, পাতি লেবু দিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes