এগ রোল (egg roll recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

কলকাতা র নিজাম হোটেলের স্টাইলে আমার নিজের হাতে বানানো এগ রোল।
#স্ন্যাক্স
#BaburchiHut

এগ রোল (egg roll recipe in Bengali)

কলকাতা র নিজাম হোটেলের স্টাইলে আমার নিজের হাতে বানানো এগ রোল।
#স্ন্যাক্স
#BaburchiHut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. 2 কাপময়দা
  2. 1 কাপঘি
  3. 1 কাপউষ্ণ জল গরম
  4. 1 চা চামচলবণ
  5. 2 টোডিম
  6. 1টেবিল চামচ টমেটো সস
  7. 1টেবিল চামচ চিলি সস
  8. 1/2পাতিলেবু
  9. 1 টিকাঁচালঙ্কা
  10. 1টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  11. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. 1 টাছোটো পেয়াঁজ(গোল গোল করে রিং আকারে কেটে রাখা)

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটা গামলা পাত্রে ময়দা দুই কাপ নিলাম।

  2. 2

    দুই টেবিল চামচ ঘি সামান্য গরম করে ময়দা তে ঢেলে দিলাম, দুই চিমটি লবণ দিলাম,ময়দা টায় ভালো করে মিশিয়ে নিলাম।

  3. 3

    এবার এক কাপ ইসৎ উষ্ণ জল ময়দায় সামান্য পরিমাণ করে ঢেলে ঢেলে পরিমাণ মত নিয়ে ময়দা টা ঠাসতে লাগলাম। ময়দা টা ভালমত ঠেসে নিয়ে দুটো লেছি তৈরী করলা ম।

  4. 4

    পীরি তে আঙ্গুল দিয়ে সামান্য ঘি - লাগিয়ে দুটো গোল পরোটা বানালাম।

  5. 5

    ওভেন- এ তাওয়া চ ড়িয়ে ঘি দিলাম বড়ো টেবিল চামচ- এর
    ৪ চামচ। প্রথম পরোটা ভেজে তুললাম। আবার ৪ চামচ ঘি দিলাম দ্বিতীয় পরোটা ভেজে তুললাম। পরোটা দুটো ভেজে রেখে দিলাম।

  6. 6

    প্রথমে একটা ডিম ছোটো এক টা পেয়ালা তে লবণ এক চিমটি দিয়ে ফেঁটে নিলাম। ওভেনে যে তাওয়া তে পরোটা গুলো ভেজে তুলেছি, ঐ গরম তাওয়াতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম,গরম ঘিতে ফেটানো ডিম ঢেলে দিলাম।ডিমের অমলেট টার দুই দিক ভালো করে ভেজে নিয়ে রাখলাম। এইভাবেই দ্বিতীয় ডিমটা ও ভেজে নিলাম।

  7. 7

    প্রথমে একটা পরোটার উপরে ডিমের অমলেট টা দিলাম তার উপর পিয়াঁজ কুচি,টমেটো সস, চিলি সস, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা, ক্যাপ্সিকাম কুচি,গোলমরিচ গুঁড়ো বিছিয়ে দিয়ে দিলাম, বিট লবণ দিলাম এবার রোল করে মুরে নিলাম wrapping paper দিয়ে।

  8. 8

    দ্বিতীয় পরোটা টা ঠিকই একই ভাবে তৈরী করে নিলাম।

  9. 9

    দুই জনের খাবারের জন্য রোল তৈরী এবার পরিবেশন করার পালা।

  10. 10

    পরিবেশন করলাম।💖💖

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes