ক্লাব কচুরি (Club Kachori recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#KRC9
শূন্যস্হান পূরন করে আমি জনপ্রিয় ক্লাব কচুরি বানালাম।

ক্লাব কচুরি (Club Kachori recipe in bengali)

#KRC9
শূন্যস্হান পূরন করে আমি জনপ্রিয় ক্লাব কচুরি বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ /৪ কাপ সুজি
  3. ১ /৪ কাপ টক দই
  4. ১ /২ কাপ বিউলির ডাল বাটা
  5. ১ /২ চা চামচ জোয়ান
  6. ১ /২ চা চামচ আদা বাটা
  7. ১ টা কাঁচা লঙ্কা বাটা
  8. ১ /২ চা চামচ কালোজিরে
  9. ১ চিমটিহিং
  10. পরিমাণ মত সাদা তেল
  11. স্বাদ মত নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মযদার মধ্যে সুজি জোয়ান নুন চিনি সাদা তেল সব দিয়ে ভালোভাবে ময়াম দিতে হবে ।

  2. 2

    এবার পরিমাণ মতো জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব।

  3. 3

    একটা কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হিং, নুন দিয়ে একটু নেড়ে (১মিনিট) বিউলির ডাল বাটার সাথে মিশিয়ে নেব।

  4. 4

    মযদা থেকে ছোটো ছোটো লেচি কেটে তাতে বিউলির ডালের পুর ভরে হাতে তেল মাখিয়ে লুচির আকারে হাত দিয়ে গড়ে নেব।

  5. 5

    কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে ভেজে তুলে নেব।

  6. 6

    আমি ছোলার ডালের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes