ক্লাব কচুরি(Club Kachori Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

ক্লাব কচুরি(Club Kachori Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ১ কাপ ময়দা
  2. ১/৪ কাপ সুজি
  3. ১/২চা চামচ নুন
  4. ১/২কাপ দই
  5. ২চা চামচ তেল
  6. ১/২ কাপপুরের জন্য- বিউলির ডাল
  7. ১টুকরো আদা
  8. ২টো লঙ্কা
  9. ১ চা চামচ চিনি
  10. ১/২ চা চামচ নুন
  11. ১/২ চা চামচ হিং
  12. ১/২ চা চামচ মৌরি
  13. ১/২ চা চামচ কালোজিরে
  14. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দায় সুজি,নুন,দই ও তেল মিশিয়ে ভালো করে মষ্টে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটি শক্ত ডো মেখে নিয়ে ১চামচ তেল মাখিয়ে মিনিট ২০ ঢাকা দিয়ে রেখে দেবো।

  2. 2

    এবার ডাল সারারাত ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে লঙ্কা, নুন, চিনি,মৌরি,হিং,ও আদা দিয়ে শুখনো করে বেটে নিতে হবে, জল লাগবে না।এবার একটি প্লেটে ঢেলে ১/২চামচ কালোজিরে মিশিয়ে নিতে হবে।পুর তৈরি

  3. 3

    ক্লাব কচুরির পুর কাচাঁ থাকবে,এটা কড়াইয়ে নেড়ে শুখনো করা যাবে না।এটাই ক্লাব কচুরির বিশেষত্ব।

  4. 4

    এবার ছোট ছোট লেচি কেটে নিয়ে বাটির আকারে গড়ে একটু করে পুর দিয়ে মুখ বন্ধ করে হাত দিয়ে চেপে দিতে হবে।পুর বেশি দেওয়া যাবে না, নাওলে বেড়িয়ে যেতে পারে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল গরম করতে হবে।এবার কচুরি গুলো বেলে অল্প আচে লাল করে ভেজে নিতে হবে।গরম গরম কচুরি আপনার পছন্দ মতো তরকারি দিয়ে পরিবেশন করুন। আমি ফুলকপির তরকারি, পায়েস ও মিষ্টির সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes