এগ ভেজিটেবল চাউমিন(Egg vegetable Chow mein Recipe ln Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এগ ভেজিটেবল চাউমিন(Egg vegetable Chow mein Recipe ln Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্ৰাম চাউমিন
  2. ২টো ডিম
  3. ১কাপ গাজর কুচি
  4. ১/৪ কাপ ক‍্যাপসিকাম কুচি
  5. ২টো পেঁয়াজ কুচি
  6. ৪কোয়া রসুন কুচি
  7. ১চা চামচ আদা কুচি
  8. ৬টি লঙ্কা কুচি
  9. ২চা চামচ সয়া সস
  10. ২ চা চামচ টমেটো সস
  11. স্বাদ মতনুন
  12. ১/২চা চামচ চিনি
  13. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  14. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চাউ নুন ও ১চামচ তেল জলে দিয়ে সেদ্ধ করে জল ঝড়িয়ে ১চামচ তেল দিয়ে মাখিয়ে রেখেছি যাতে চাউ ঝরঝরে থাকে

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে রসুন,আদাকুচি ও পেয়াজঁ কুচি দিয়ে অল্প ভেজে গাজর ও ক‍্যাপসিকাম কুচি, নুন,লঙ্কা কুচি,হলুদ দিয়ে ভেজে,মধ্যে ২টো ডিম ফেটিয়ে দিয়ে ভালো করে ভেজে সবজির মধ্যে মিশে গেলে ২চামচ সয়াসস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ঐ কড়াইয়ে ২চামচ মতো তেল দিয়ে চাউ ও অল্প নুন,১/২চামচ চিনি দিয়ে ৩-৪মিনিট ধরে ভেজে নিতে হবে।এবার ভাজা সবজি দিয়ে হাল্কা হাতে নাড়াচাড়া করে আরোও ২টো লঙ্কাকুচি,ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটি বাটিতে ডেলে ওপরে ধনেপাতাকুচি,টমেটো সস ও লঙ্কাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes