এগ চাউমিন (egg chow mein recipe in Bengali)

Ankita Bhattacharjee Roy
Ankita Bhattacharjee Roy @cook_30845269

এগ চাউমিন (egg chow mein recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
2 জন
  1. 2 প্যাকেটচাউমিন
  2. স্বাদ মত লবণ
  3. 1চিমটিহলুদ গুঁড়ো
  4. পরিমাণ মতচাউমিন সেদ্ধ করার জন্য জল
  5. 6 চা চামচসর্ষের তেল
  6. 2প‍্যাকেট চাউমিন মশলা
  7. পরিমাণ মত টমেটো সস
  8. 2 টিপেঁয়াজ কুচি
  9. 2 টিলঙ্কা কুচি
  10. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. 1 টিডিম

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে চাওমিন জলে দিয়ে, তার সাথে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াই -এ তেল দিয়ে ডিম ভেজে নিতে হবে এবং ঝুরিঝুরি করে নিতে হবে।

  4. 4

    তারপর ডিম ভাজা তুলে নিয়ে আর একটু তেল দিয়ে গরম করতে হবে।

  5. 5

    ওই তেলেই পেঁয়াজ ও লঙ্কা ভেজে নিয়ে চাওমিন দিয়ে দিতে হবে। তারপর চাওমিন এর উপর লঙ্কাগুঁড়ো ও চাওমিন মশলা দিয়ে দিতে হবে।

  6. 6

    কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝুড়িঝুড়ি করে ভেজে রাখা ডিম চাওমিন এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে সব মিশিয়ে নিয়ে, টমেটো সস দিয়ে দিতে হবে।

  7. 7

    আবারো ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল এগ্ চাওমিন।এইবার টমেটো সস ও পেঁয়াজ সহযোগে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Bhattacharjee Roy
I love cooking ❤️❤️
আরও পড়ুন

Similar Recipes