গোটা সেদ্ধ (gota sedhho recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#FFW
#week1
আমি সরস্বতী পুজা স্পেশাল রেসিপি গোটা সেদ্ধ বানিয়েছি। যেটা খেতে খুব সুন্দর ও পুষ্টিকর ।

গোটা সেদ্ধ (gota sedhho recipe in bengali)

#FFW
#week1
আমি সরস্বতী পুজা স্পেশাল রেসিপি গোটা সেদ্ধ বানিয়েছি। যেটা খেতে খুব সুন্দর ও পুষ্টিকর ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টো আলু
  2. ১/২ কাপ গোটা মুগ ডাল
  3. ১/২ কাপ ছোলা
  4. ২ টেবিল চামচ চীনাবাদাম
  5. ৪ টা শিম
  6. ১/২ চা চামচ আদা কোরা
  7. ৫-৬ টা বিন্স
  8. ১ টা ওলকপি
  9. প্রয়োজন মতমটর
  10. ৪ টা কাঁচা লঙ্কা
  11. ৪ টা ফুলকপির টুকরো
  12. ১/২ আঁটি পালক শাক
  13. ১ চা চামচ গোটা জিরা
  14. ১ চা চামচ পাঁচফোড়ন
  15. ২ টো তেজপাতা
  16. ২ টো শুকনো লঙ্কা
  17. ১ চা চামচ ভাজা জিরা ধনে পাউডার
  18. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ১/২ চা চামচ চিনি
  20. স্বাদ মতনুন
  21. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সবজি গুলো গোটা ভালো করে পরিস্কার করে নিতে হবে। আর ডাল ও ছোলা আগের থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তেজপাতা,শুকনো লংকা দিয়ে ওর মধ্যে জিরা ও পাচফোটন ফোরন দিতে হবে। তারপর ওর মধ্যে ওলকপি,ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে বিন্স ও আদা কুচি দিয়ে দিতে হবে।

  3. 3

    তারপর বাকি সব সবজি ও কাঁচা লংকা দিয়ে ওর মধ্যে হলুদ ও নুন দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে হতে দিতে হবে তারপর আবার ঢাকনি গুলে পালক শাক দিয়ে সব নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তারপর ওর মধ্যে চিনি মিশিয়ে গ্যাসে বন্ধ করে ঢেকে দিতে হবে।

  4. 4

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes