জিঞ্জার টি (Ginger tea recipe in Bengali))

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#VS4
#week4
Team up Challenge এর চতুর্থ সপ্তাহে আমি হট ড্রিঙ্কস বানিয়েছি | আমি জিন্জার টি (আদা চা) বানিয়ে আমার রেসিপি তৈরী করেছি | এখন সামান্য ঠান্ডা আবহাওয়ায় আমাদের বিশেষত বাচ্চা ও বয়স্ক মানুষ দের একটুতেই ঠাণ্ডা লাগে | সর্দি কাশির হাত থেকে আরাম পেতে এই "জিঞ্জার টি"বেশ কাজ দেয় | যারা সঙ্গীতচর্চা করেন , তাদের গলা ঠিক রাখতেও এই আদাচা বেশ উপকারী পানিয় | এটি খুব সামান্য উপকরণেই এবং খুব কম সময়েই করে ফেলা যায় ।দুধ, চিনি, আদা, জলও চা পাতা দিয়েই এটি চমৎকার হট ড্রিঙ্কস রেসিপি |

জিঞ্জার টি (Ginger tea recipe in Bengali))

#VS4
#week4
Team up Challenge এর চতুর্থ সপ্তাহে আমি হট ড্রিঙ্কস বানিয়েছি | আমি জিন্জার টি (আদা চা) বানিয়ে আমার রেসিপি তৈরী করেছি | এখন সামান্য ঠান্ডা আবহাওয়ায় আমাদের বিশেষত বাচ্চা ও বয়স্ক মানুষ দের একটুতেই ঠাণ্ডা লাগে | সর্দি কাশির হাত থেকে আরাম পেতে এই "জিঞ্জার টি"বেশ কাজ দেয় | যারা সঙ্গীতচর্চা করেন , তাদের গলা ঠিক রাখতেও এই আদাচা বেশ উপকারী পানিয় | এটি খুব সামান্য উপকরণেই এবং খুব কম সময়েই করে ফেলা যায় ।দুধ, চিনি, আদা, জলও চা পাতা দিয়েই এটি চমৎকার হট ড্রিঙ্কস রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭-৮মিনিট
১জন
  1. ১ কাপ জল
  2. ১টুকরো আদা
  3. ১ চা চামচ চিনি
  4. ১ চা চামচ চা পাতা
  5. ১/২ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৭-৮মিনিট
  1. 1

    প্রথমে চায়ের সসপ্যানে ১ কাপ জল ফুটতে দিতে হবে | এবার জল ফুটে উঠলে তাতে ১টুকরা আদা থেঁতো করে ১মিনিট ফোটাতে হবে |

  2. 2

    ১ মিনিট পর আদার সুগন্ধ বের হলে তাতে ১ চা চামচ চিনি দিয়ে নেড়ে দিতে হবে

  3. 3

    এবার ঐ জলে ১ চা চামচ চা পাতা দিয়েফুটিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে ৩ মিনিট অপেক্ষা করতে হবে ৷

  4. 4

    ৩মিনিট পর আগের থেকে গরম করে রাখা ১/২ কাপ দুধ দিয়ে,গ্যাস অন করে, আর একবার ফুটদিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রাখলেই তৈরী গরমাগরম জিঞ্জার টি বা আদা চা |

  5. 5

    এবার সেটি চা ছাঁক নিতে ছেঁকে বিস্কিট বা স্ন্যাক্স দিয়ে পরিবেশন করতে হবে ৷এটা শুধু ও পরিবেশন করা যায় ৷আমি এখানে বিস্কিট ও আদার টুকরো পাশে রেখে পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes