জিঞ্জার টারমারিক টি (Ginger turmeric tea recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#immunity
বর্তমান পরিস্থিতি তে আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো রাখা খুবই জরুরী হয়ে পড়েছে। আমাদের ইমিউন সিস্টেম ভালো রাখতে আমরা নানারকম খাবার দাবার খেয়ে থাকি আর পানীয় পান করে থাকি। সেরকমই একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক রেসিপি হলো এই জিঞ্জার টারমারিক টি।

জিঞ্জার টারমারিক টি (Ginger turmeric tea recipe in Bengali)

#immunity
বর্তমান পরিস্থিতি তে আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো রাখা খুবই জরুরী হয়ে পড়েছে। আমাদের ইমিউন সিস্টেম ভালো রাখতে আমরা নানারকম খাবার দাবার খেয়ে থাকি আর পানীয় পান করে থাকি। সেরকমই একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক রেসিপি হলো এই জিঞ্জার টারমারিক টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5 মিনিট
2 জন
  1. 1/2 চা চামচহদুদ
  2. 1 ইঞ্চিআদা
  3. 2 গ্লাসজল
  4. 2 চা চামচগুড়
  5. 1/2 চা চামচদারচিনি পাউডার
  6. 8-10 টাগোলমরিচ
  7. 2 চা চামচলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

5 মিনিট
  1. 1

    প্রথমে একটা সসপ্যানে 2 কাপ জল নিতে হবে

  2. 2

    এবার আদা আর গোলমরিচ থেঁতো করে নিয়ে ঐ জলে দিয়ে গরম করতে বসাতে হবে

  3. 3

    এবার ওতে দারচিনি পাওডার আর গুড় দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে

  4. 4

    এবার ওতে লেবুর রস মিশিয়ে চায়ের কাপে ছেঁকে নিয়ে সার্ভ করতে হবে ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক জিঞ্জার টারমারিক টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes